আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী মরসুমে আইএসএল-এ খেলবে মহামেডান। কিন্তু তাদের চিন্তা বাড়ছে বই কমছে না। তাদের গোলমেশিন, যিনি আই লিগ জেতাতে বড় ভূমিকা নেন, সেই স্ট্রাইকার টিম ডেভিডকে আর পাচ্ছে না মহমেডান।
ডেভিড যাচ্ছেন ইস্টবেঙ্গলে। জানা যাচ্ছে কয়েক মাস আগেই ইস্টবেঙ্গলে সই করেছেন ডেভিড। পাকা কথা ও সই কয়েক মাস আগেই করে ফেলেছেন ডেভিড। যদিও সাদা কালো কর্তারা ডেভিডকে থেকে যাওয়ার জন্য এখনও বুঝিয়ে চলেছেন। সামনের মরসুম থেকে মহামেডানও আইএসএল খেলবে। তবে ইস্টবেঙ্গল ক্লাব সূত্রের খবর, নতুন মরসুমে ডেভিডকে ইস্টবেঙ্গলেই খেলতে হবে।
মহামেডান ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানান, "আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি শুধু সেটাই পালন করার চেষ্টা করেছি। এটা মহামেডানের সাফল্য। আমরা আইএসএলে উঠেছি। এর কৃতিত্ব আমাদের কোচেরই সব থেকে বেশি। তিনি অসাধারণভাবে টিমটাকে সামলেছেন। আমরা একটাও অ্যাওয়ে ম্যাচ হারিনি এবার। আমার মনে হয় এটা বাংলার ফুটবলের জন্যেও খুব ভালো দিক"।
সাদা কালো কোচ চেরনিশভ জানান, "আমরা এবার অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি। এই জয় মহামেডানের সমর্থকদের আনন্দ দিয়েছে। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন