East Bengal: তরুণ এই ফুটবলারের দিকে নজর লাল হলুদের

অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জার্সিতে ৮ ম্যাচে ১১ গোল রয়েছে তাঁর। গত বছর অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সোনার বুট জিতেছিলেন গুরকিরাত সিং।
East Bengal: তরুণ এই ফুটবলারের দিকে নজর লাল হলুদের
ছবি - সংগৃহীত
Published on

আসন্ন মরশুমে ভালোই দলগঠন করছে ইস্টবেঙ্গল। অভিজ্ঞতা আর তরুণ নির্ভর দল করছে লাল হলুদ ব্রিগেড। এবার উদীয়মান স্ট্রাইকার গুরকিরাত সিংকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল।

অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে গত বছর বেশ ভাল পারফর্ম করেন পঞ্জাবের এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ জাতীয় দলের জার্সিতে ৮ ম্যাচে ১১ গোল রয়েছে তাঁর। গত বছর অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে সোনার বুট জিতেছিলেন গুরকিরাত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপেও যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।

চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকে আসা এই ফুটবলার ২০২১ সালে মুম্বই সিটি এফসিতে সই করেন। চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি। তবে লাল-হলুদ কর্তারা চাইছেন এবছরই গুরকিরাতকে ইস্টবেঙ্গলে নিতে।

গত আইএসএলে ন’নম্বরে থেকে লিগ শেষ করার পর দলের এক ঝাঁক ফুটবলারকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলার জেরি লালরিনজুয়ালা, সেম্বয় হাওকিপ, সুমিত পাসি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়াম ও হীমাংশু জাঙরা এবং বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকু, জেক জার্ভিস ও জর্ডন ও’ডোহার্টিকে বিদায় দেয় তারা। আগামী মরশুমের জন্য কার্যত সম্পূর্ণ নতুন এক দল গঠন করতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। সেই পথেই ধাপে ধাপে এগোচ্ছে লাল-হলুদ বাহিনী।

হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেসকেও নিয়ে এসেছে ইস্টবেঙ্গল এফসি। চলতি বছর মে মাসেই হায়দরাবাদের সঙ্গে চুক্তি শেষ হয়েছে তাঁর। ফলে কোনও ট্রান্সফার ফি ছাড়াই বোরহাকে এক বছরের চুক্তিতে পেয়ে যায় কলকাতার ক্লাব। এছাড়াও সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখরকে সই করিয়েছে ইস্টবেঙ্গল এফসি। আগামী মরশুমে ডিফেন্ডার নিশু কুমারকেও দেখা যাবে লাল-হলুদ জার্সি গায়ে। তাঁকে এক বছরের জন্য লোনে নিয়ে আসা হয়েছে।

East Bengal: তরুণ এই ফুটবলারের দিকে নজর লাল হলুদের
Mohun Bagan: জল্পনার অবসান, মেসির বিরুদ্ধে খেলা কামিংসকে সই করালো সবুজ মেরুন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in