ক্রাউড ফান্ডিংয়ের লক্ষ লক্ষ টাকা ইনভেস্টরের হাতে তুলে দেবেন ইস্টবেঙ্গল কর্তারা!

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সূত্রে খবর, শুধু ক্রাউড ফান্ডিংয়ে টাকা দেওয়ার আবেদন নয়, জেলার সমর্থকরা যাতে ক্লাব সদস‍্য হন তার জন‍্য অনুরোধ করা হচ্ছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
Published on

কথা রাখলেন ইস্টবেঙ্গল কর্তারা। ক্রাউডফান্ডিংয়ের টাকা তাঁরা তুলে দেবেন ইনভেস্টর ইমামি গ্রুপকে ইয়ুথ ডেভেলপমেন্টের উন্নয়নের জন্য। বৃহস্পতিবার প্রথম কিস্তি হিসেবে ইমামি ইস্টবেঙ্গল এফ সি'র কাছে ইয়ুথ ডেভেলপমেন্টের জন্য ২৫ লক্ষ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

ক্লাবকে আর্থিক ভাবে মজবুত করতে জেলার দুয়ারে দুয়ারে ঘুরছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা। আপাতত উত্তরবঙ্গকে পাখির চোখ করে অর্থ সংগ্রহের চেষ্টায় জেলার কিছু ক্লাব, কিছু সদস‍্য-সমর্থকদের দ্বারস্থ হয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সূত্রে খবর, শুধু ক্রাউড ফান্ডিংয়ে টাকা দেওয়ার আবেদন নয়, জেলার সমর্থকরা যাতে ক্লাব সদস‍্য হন তার জন‍ ্যও অনুরোধ করা হচ্ছে। যেমন, রায়গঞ্জের টাউন ক্লাবে গিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন ক্লাব কর্তারা। সদস‍্য হতে গেলে কত টাকা দিতে হবে সেই টাকার সংখ‍্যাও বলে দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।

জানা যাচ্ছে, সাধারণ সদস‍্য পদ গ্রহণ করতে হলে ৬০ হাজার টাকা আর আজীবন সদস‍্য পদ নিতে হলে দিতে হবে আড়াই লক্ষ টাকা। অর্থাৎ ক্রাউড ফান্ডিং ছাড়াও সদস‍্য পদ করে টাকা তোলাও এখন ইস্টবেঙ্গল কর্তাদের মূল লক্ষ‍্য। কারণ, স্পনসর বা ইনভেস্টর থাকলে দল গড়ার থেকে দল পরিচালনা করবে সংশ্লিষ্ট স্পনসর বা ইনভেস্টর। এছাড়া সিদ্ধান্ত হয়, সদস্য গ্যালারির উপর নির্মীয়মান ভিভিআইপি লাউঞ্জের কাজ প্রায় শেষের পথে। সেই ভিভিআইপি লাউঞ্জের নামকরণ ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক কৃশাণু দে'র নামে হবে।

প্রতীকী ছবি
ঘোষিত কলকাতা লিগের সূচি; ইস্টবেঙ্গল, মোহনবাগান কবে নামবে জেনে নিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in