সমস্যা যেন পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। গতবার ক্লাবের চুক্তি সই নিয়ে সমস্যা ছিল। এবার সমস্যা অন্য জায়গায়। স্টিফেন কনস্টানটাইনের জায়গায় আইএসএল জয়ী কোচ সার্জিও লোবেরার কোচ হওয়া একদম নিশ্চিত ছিল। আগামী বারপুজোয় লোবেরার নাম ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তা হবে না বলেই জানা যাচ্ছে।
কারণ হিসেবে জানা গেছে, চিনের যে ক্লাবে এখন কোচিং করান লোবেরা, সেখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাচ্ছেন না আইএসএলজয়ী কোচ। ফলে ইস্টবেঙ্গলে তাঁর সই করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাশাপাশি এও শোনা যাচ্ছে ওড়িশা এফসি ইস্টবেঙ্গলের থেকে বেশি টাকার প্রস্তাব দিয়েছে স্প্যানিশ কোচকে। আর তারপর থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছে লোবেরাকে নিয়ে।
কোচ ঠিক না হওয়া পর্যন্ত নতুন ফুটবলাদের সঙ্গেও কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারছেন না লাল-হলুদ কর্তারা । ফলে দেরি হয়ে যাচ্ছে সই করাতে। দেরি হলে ফুটবলারদের পেতেও সমস্যা হতে পারে বলে জানা যাচ্ছে। বিদেশি ফুটবলার তো বটেই, ভারতীয় ফুটবলাদের নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে ইস্টবেঙ্গল কর্তাদের।
যদিও লোবেরার বিষয়ে ক্লাব কর্তারা এখনও বেশ আশাবাদী। তারা সহজে হাল ছাড়ছেন না। চিনের ক্লাবের যোগাযোগ করার চেষ্টা হচ্ছে বলেও খবর। এখন দেখার শতবর্ষ প্রাচীন ক্লাব কোচ সমস্যার সমাধান করতে পারে কিনা!
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন