East Bengal: রক্ষণ মজবুত করতেই হিজাজিকে আরও ২ বছরের জন্য দলে নিল ইস্টবেঙ্গল

People's Reporter: আইএসএল আর কলিঙ্গ সুপার কাপ মিলিয়ে লাল হলুদের হয়ে হিজাজি খেলেছেন ২২টি ম্যাচ।
হিজাজি মাহের
হিজাজি মাহেরছবি - সংগৃহীত
Published on

আগামী মরসুমে দলগঠনে বেশ জোর দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। নতুন ফুটবলারদের যেমন দলে নেওয়া হচ্ছে তেমনই গত মরসুমের ক্লেটন সিলভার মতো অনেক ভালোমানের ফুটবলারকে দলে রেখে দিচ্ছে লাল হলুদ ক্লাব। তবে গোল করার জন্য যেমন লোক চাই তেমন গোল বাঁচানোর লোকও চাই। সেই জন্য জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরকে আরও ২ বছরের চুক্তিতে সই করালো লাল হলুদ ক্লাব।

আইএসএল আর কলিঙ্গ সুপার কাপ মিলিয়ে লাল হলুদের হয়ে হিজাজি খেলেছেন ২২টি ম্যাচ। আইএসএলের গত মরসুমে দ্বিতীয় সর্বাধিক ক্লিয়ারেন্স (৯৯), হেডে দ্বিতীয় সর্বাধিক ক্লিয়ারেন্স (৫৮), দ্বিতীয় সর্বাধিক ব্লক (২২) এই ডিফেন্ডারেরই। সুপার কাপে দুটি গোলও করেছিলেন হিজাজি।

হিজাজি জানান, 'আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। এই ক্লাবের হয়ে নানান বিশেষ মুহূর্ত উপহার পেয়েছি। সমর্থকরা আমাকে কতটা ভালবাসে সেটা উপলব্ধি করতে পেরেছি। সমর্থকরাই আমাদের শক্তি। জর্ডনের বাইরে আমি প্রথম কলিঙ্গ সুপার কাপ ট্রফিই জিতেছি। আগামী মরসুমে ইস্টবেঙ্গলকে আরও সাফল্য দিতে চাই। সমর্থকদের বলব ক্লাবের পাশে খারাপ-ভালো সবসময় থাকুন। আশা করছি আগামী মরসুমে আমরা আরও ভালো পারফরমেন্স করতে পারব।'

এদিকে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, 'ইস্টবেঙ্গল ডিফেন্সকে পরিচালনা করে হিজাজি। গত আইএসএল আর সুপার কাপে দলের ভালো পারফরমেন্স হওয়ার অন্যতম কারণ ছিল হিজাজি। অন্য ক্লাবের অফার থাকলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার ২ খেলতে পারার সুযোগ আর ক্লাবের প্রতি ভালোবাসায় ইস্টবেঙ্গলে সই করল আবার।'

হিজাজি মাহের
Copa America 2024: কোস্টারিকার কাছে আটকে গেল ব্রাজিল! দলের খেলা দেখে হতাশ নেইমার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in