East Bengal: কলকাতা লিগের জন্য দুই বঙ্গ সন্তানকে সই করালো ইস্টবেঙ্গল

People's Reporter: আসন্ন কলকাতা লিগের জন্য দুই বাঙালি ফুটবলার সুব্রত মুর্মু ও মনোতোষ চাকলাদারকে সই করালো ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল ক্লাব
ইস্টবেঙ্গল ক্লাবফাইল ছবি
Published on

আসন্ন কলকাতা লিগের জন্য দুই বাঙালি ফুটবলার সুব্রত মুর্মু ও মনোতোষ চাকলাদারকে সই করালো ইস্টবেঙ্গল। দুই বাঙালি ফুটবলারের ওপর ভরসা রাখছেন লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।

ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে উঠে আসা সুব্রত গত মরসুমে রেলওয়েজের হয়ে সন্তোষ ট্রফিতে খেলেন। অন্যদিকে মনোতোষ ২০২১-২২ মরসুমে বাংলাকে সন্তোষ ট্রফিতে নেতৃত্ব দিয়েছিলেন। বাংলা সেবার রানার্স হলেও দলের খেলা সকলের মনে ধরেছিল। পাশাপাশি গত বছর ডায়মন্ড হারবার এফসির হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

মনোতোষ এর আগে ইস্টবেঙ্গলের হয়ে অফার পান কলকাতা লিগে খেলার। তবে তিনি আইএসএল-কে টার্গেট করে চেন্নাইতে যান। সেখানে সেভাবে সুযোগ পাননি। ফলে আবার বাংলায় ফেরেন। গতবারের ডায়মন্ড হারবার এফসির পরে এবারে ইস্টবেঙ্গল।

এবারেও লাল হলুদ ক্লাব বিনো জর্জ-র প্রশিক্ষণে জুনিয়র দল নামাবে কলকাতা লিগে। তবে ডুরান্ড কাপে নামার কথা সিনিয়র দলের। তার আগে সব ধরণের দলকেই প্রস্তুত করছে ইস্টবেঙ্গল।

২০১৭ সালে শেষবার কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয় শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল। এবারে ভালো দলগঠন করে লিগ জিততে মরিয়া ইস্টবেঙ্গল ক্লাব। দলগঠনে বাজেট বাড়ানোর আশ্বাস দিয়েছে ইনভেস্টর ইমামি গোষ্ঠীও। এখন দেখার কতটা সাফল্য পায় ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল ক্লাব
ENG vs PAK: 'এটা PSL নয়...' - ইংল্যান্ড ম্যাচ হারায় বাবরকে বার্তা অসন্তুষ্ট প্রাক্তন পাক অধিনায়কের
ইস্টবেঙ্গল ক্লাব
Cristiano Ronaldo: 'আমি না, রেকর্ড আমাকে অনুসরণ করে' - সৌদি লিগে নজির গড়ে ট্যুইট রোনাল্ডোর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in