জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসির সঙ্গে ৩-২ গোলে জিতে মাঠ ছাড়লো লাল হলুদ ব্রিগেড।
এদিন ম্যাচের শুরুতেই ৫ মিনিটে রেফারি ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেটন সিলভার বিরুদ্ধে ফাউল দেন। এই সিদ্ধান্তে ক্ষোভ দেখান ক্লেটন। হায়দরাবাদ ফ্রি কিক পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ১০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ক্লেটন সিলভা।
২৭ মিনিটে হায়দরাবাদের ছোটের শট নিশুর হাতে লাগলে, হায়দরাবাদ পেনাল্টির জন্য আবেদন করে। তবে ইচ্ছাকৃত হ্যান্ডবল না হবার কারণে রেফারি পেনাল্টি দেননি। ৩৩ মিনিটে ক্লেটন সিলভা অবশেষে গোলের মুখ খোলেন। রাকিপের ক্রস ধরে তিনি জালে বল জড়ান। যদিও এগিয়ে থাকার সুযোগ রক্ষণভাগের ব্যর্থতায় ইস্টবেঙ্গল ধরে রাখতে পারেনি। ৪৪ মিনিটে হাফ টাইমের ঠিক আগে হায়দরাবাদের হয়ে ১-১ করলেন রামহলুঞ্চুঙ্গা।
প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে যদিও ক্লেটনের ম্যাজিকে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। ফের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন লাল-হলুদ অধিনায়ক। ফ্রি-কিক থেকে দুরন্ত শটে দলকে ২-১ এগিয়ে দেন ক্লেটন সিলভা।
গোল হজম করে কামব্যাক করতে মরিয়া হয়ে ওঠে হায়দরাবাদ। ৭২ মিনিটে ফ্রি কিক থেকে দুরন্ত শট নেন বোরহা। যদিও সেই শট গোলের দরজা খুলতে পারেনি।
৭৮ মিনিটে পেনাল্টি পেয়ে সমতা ফেরায় হায়দরাবাদ। গোল করেন নিম দর্জি তামাং। যদিও গোল খাবার পরমুহূর্তেই ৭৯ মিনিটে আবার ৩-২ করে ফেলে ইস্টবেঙ্গল। বোরহার কর্নার কিক থেকে ফ্রি হেডারে গোল করে ৩-২ করেন ক্রেসপো। ম্যাচে ইনজুরি টাইম হিসেবে ৬ মিনিট সময় দেওয়া হলেও হায়দারাবাদ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন