East Bengal: দল আরও মজবুত করতে অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে টার্গেট লাল হলুদের

এ লিগের হাফডজনের বেশি দলে খেলার অভিজ্ঞতা থাকা রুয়ন টঙ্গিক বর্তমানে খেলেন ইরানের মেস কারমানের হয়ে। এ লিগে দীর্ঘ একদশক ধরে খেলেছেন তিনি।
East Bengal: দল আরও মজবুত করতে অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে টার্গেট লাল হলুদের
ছবি - সংগৃহীত
Published on

অস্ট্রেলিয়ান ফুটবলার রুয়ন টঙ্গিক টার্গেট করলো লাল হলুদ। অস্ট্রেলিয়ান হলেও জন্মস্থান সুদানে এই ফুটবলারের। তবে মাত্র ৬ বছর বয়সেই অস্ট্রেলিয়ায় চলে আসেন এই ফুটবলার রুয়ন টঙ্গিক। পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই বসবাস শুরু করেন তিনি। সেই রুয়ন টঙ্গিককে নিতে মরিয়া ইস্টবেঙ্গল

একদশক ধরে এ লিগে দাপিয়ে খেলেছেন এই সেন্টার ব্যাক। তাকে পেলে অবশ্যই লাভবান হবে ইস্টবেঙ্গল। এমনটাই মনে করছে শতবর্ষের ক্লাব। ক্লেইটনের সঙ্গে জুটি বাঁধবেন জেভিয়ের সিভেরিও। মাঝমাঠের দায়িত্বে বোরহ হেরেরা এবং সাউল ক্রেসপো। এবার ডিফেন্স সামলানোর দায়িত্বে অস্ট্রেলিয়ান প্লেয়ারকে নিতে পারে লাল-হলুদ।

এ লিগের হাফডজনের বেশি দলে খেলার অভিজ্ঞতা থাকা রুয়ন টঙ্গিক বর্তমানে খেলেন ইরানের মেস কারমানের হয়ে। এ লিগে দীর্ঘ একদশক ধরে খেলেছেন তিনি। অ্যাডিলেড ইউনাইটেড, মেলবোর্ন সিটি, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্স, ব্রিসবেন রোর, সেন্ট্রাল কোস্ট মেরিনার্স-এর হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। সুদানের পাশাপাশি অস্ট্রেলিয়ার জাতীয় দলেও খেলেছেন রুওন।

অন্যদিকে চুক্তি থাকা সত্ত্বেও ইভানকে ছেড়ে দিতে চাইছে ক্লাব। তবে স্প্যানিশ ডিফেন্ডার চুক্তির দাবি মেনে পুরো সিজনের টাকা চাইছেন। দেশীয় ফুটবলারদের মধ্যে নন্দকুমার, এডউইন সিডনিদেরও প্রায় পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল। ডিফেন্ডার নিশু কুমারও লাল-হলুদে।

গত মরসুমে ডুরান্ড কাপ, আইএসএল ও সুপার কাপ—এই তিন সর্বভারতীয় টুর্নামেন্টে মোট ২৭টি ম্যাচ খেলে তারা। তার মধ্যে জয় পায় মাত্র সাতটিতে। সুপার কাপে তিনটির একটি ম্যাচও জিততে পারেনি তারা, ড্র হয়। শতবর্ষের ঐতিহ্যবাহী ক্লাবের অতীতের কীর্তির সঙ্গে এই খতিয়ানের কোনও তুলনাই হয় না। মরসুম শেষে তারা ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টান্টাইনকেও বিদায় জানিয়ে দেয় এবং প্রাক্তন বেঙ্গালুরু এফসি কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

East Bengal: দল আরও মজবুত করতে অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে টার্গেট লাল হলুদের
WTC Final: ম্যাচ ড্র হলে কিংবা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে কাদের হাতে?
East Bengal: দল আরও মজবুত করতে অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে টার্গেট লাল হলুদের
অভিষেকের ক্লাবকে বাড়তি সুবিধা দিতেই কি কলকাতা লিগের নিয়ম বদল? উঠছে প্রশ্ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in