নিজের পুরনো আঘাতে চোট পেয়ে ছিটকে গেলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার আন্টেনিও পারদো। কলিঙ্গ সুপার কাপে লাল হলুদকে জেতাতে বড়ো ভূমিকা ছিল তাঁর। পারদোর জায়গায় ৩১ বছরের সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্দার প্যান্টিচকে দলে নিল লাল হলুদ ব্রিগেড।
আলেকজান্দার সার্বিয়ার বয়সভিত্তিক টিমেও খেলেছেন। তিনি বলেন, 'আমি নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। যাতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারি। এই ক্লাবের ইতিহাস জানি। আমি আনন্দিত।'
ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতও বেশ খুশি। তাঁর কথায়, 'আলেকজান্দার অনেক অভিজ্ঞ। ভিয়ারিয়াল, ডায়নামো, রেড স্টারের মতো ক্লাবে খেলেছে। ওকে আমি বেশ কিছু ধরেই চিনি। পারদোর চোটের পর কোয়ালিটি ফুটবলার খুঁজে বের করা ছিল কঠিন ব্যাপার। কিন্তু ক্লাব কর্তারা সেই কাজটা দ্রুত সেরেছেন'।
নর্থ ইস্ট আর মুম্বই এফসি ম্যাচে হারের পরে ইস্টবেঙ্গলের সামনে হায়দরাবাদ এফসি। অন্তত সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবেন, এমন আশা নিয়েই এগোচ্ছেন লাল-হলুদ কোচ।
এই প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের এখন নতুন করে দল সাজাতে হবে, যেখানে আমরা চারজন বিদেশিকে পেতে পারি। এটাই আমাদের এখনকার পরিকল্পনা। গত দুটো ম্যাচে যেটা সম্ভব হয়নি। ফুটবলে খুব কম সময়ে অনেক কিছু বদলে যায়। এখন আমাদের ফের শক্তিশালী হয়ে উঠতে হবে। অনেক দলই সেরা ছয়ে থাকার জন্য লড়াই করছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াই আমরা"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন