East Bengal: এবার ইস্টবেঙ্গল জার্সিতে নীল-সাদা!

People's Reporter: বুধবার বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে চলতি আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-হলুদ শিবির। এই ম্যাচের আগে থার্ড কিট লঞ্চ করল ইস্টবেঙ্গল।
নতুন জার্সি ইস্টবেঙ্গলের
নতুন জার্সি ইস্টবেঙ্গলেরছবি - সংগৃহীত
Published on

এবার ইস্টবেঙ্গল জার্সিতে নীল-সাদা রঙ। ফুটবলার কিংবা কোচ নয়, ইস্টবেঙ্গল তথা ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরী এবং সুমিত মুখোপাধ্যায়কে সামনে রেখে জার্সি প্রকাশ করলো শতবর্ষ প্রাচীন ক্লাব।

বুধবার বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে চলতি আইএসএলে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল-হলুদ শিবির। এই ম্যাচের আগে থার্ড কিট লঞ্চ করলো ইস্টবেঙ্গল। অভিনব পদ্ধতিতে নীল-সাদা রঙের জার্সি উন্মোচন করেছে তারা। ইস্টবেঙ্গলের প্রাক্তন দুই ফুটবলার সমরেশ চৌধুরি ও সুমিত মুখোপাধ্যায় তাদের ক্লাবের নতুন জার্সিটি উন্মোচন করেছেন। যেটি মূলত নীল রঙের। পাশাপাশি এর উপরে রয়েছে সাদা রঙের নকশা।

গত তিন মরশুমে ব্যর্থতার পরে এবারই তাদের আশার আলো দেখিয়েছেন কুয়াদ্রাত। আইএসএলে শুরুতেই অপরাজিত রয়েছে তারা। এমন এর আগের তিন মরশুমে কখনও হয়নি। ক্রমশ ছন্দে ফিরছে ঐতিহ্যবাহী ক্লাব।

কুয়াদ্রাত বলেন, "আমি অনেক ইতিবাচক দিক দেখতে পাচ্ছি। আমরা খুব সুন্দর ভাবে শুরু করেছি। আমাদের নতুন খেলোয়াড় হিজাজি মাহের ওর দেশের (জর্ডন) জার্সি গায়ে খেলে। আমাদের গিল অনূর্ধ্ব-২৩ দলে এবং আরও তিনজন অনূর্ধ্ব ১৭ দলে খেলে। ক্লাব একেবারে ঠিক দিকে যাচ্ছে। আমাদের এখন ম্যাচ ধরে ধরে এগোতে হবে। এই লিগে অনেক শক্তিশালী দল রয়েছে। সে জন্য আমাদের ওপর চাপও অনেক বেশি"। এখন দেখার বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল জিততে পারে কিনা।

নতুন জার্সি ইস্টবেঙ্গলের
Asian Games 2023: তিরন্দাজিতে সোনা ও রুপো নিশ্চিত দুই ভারতীয়র!
নতুন জার্সি ইস্টবেঙ্গলের
East Bengal: স্মরণীয় দিন লাল-হলুদের! সন্দীপ পাটিলের উপস্থিতিতে স্পনসর ঘোষণা ইস্টবেঙ্গল ক্রিকেটের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in