গত ৩ বছরের আইএসএলে বার বার গোলরক্ষকের সমস্যা দেখা গেছে ইস্টবেঙ্গলে। গোলরক্ষকদের ক্রমাগত ভুলে একের পর এক ম্যাচে পয়েন্ট হাতছাড়া হয়েছে লাল-হলুদের। সাম্প্রতিক সময়ে দেবজিৎ মজুমদারের পর কোনও গোলরক্ষকই ইস্টবেঙ্গলকে ঠিক মতো নির্ভরতা দিতে পারেননি।
অরিন্দম ভট্টাচার্য, শুভম সেন, কমলজিৎ সিং-র মতো একাধিক গোলরক্ষক সাম্প্রতিক সময়ে লাল-হলুদ জার্সি চাপিয়ে খেললেও কোনও নির্ভরতা দিতে পারেনি। ফলে আসন্ন মরসুমের জন্য ভাল মানে গোলরক্ষকের সন্ধানে রয়েছে লাল-হলুদ। ধীরাজ সিং মইরাংথেম, অমরিন্দর সিং-কে ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করলেও এখনও কেউই নিশ্চিত নন।
এই দুই ফুটবলারকে পাওয়া যাবে কিনা, তা এখনও নিশ্চিত না হওয়ায় ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্সের তরুণ গোলরক্ষক প্রভসুখন সিং গিলকে দলে নেওয়ার। এআইএফএফ-এর এলিট অ্যাকাডেমি থেকে উত্থান প্রভসুখনের। ধীরাজের সঙ্গে তিনি খেলেছেন ইন্ডিয়ান অ্যারোজে।
তারপর ২০১৯ সালে যোগ দেন বেঙ্গালুরু এফসিতে। এক মরসুম সুনীল ছেত্রীদের দলের হয়ে খেলার পর প্রভসুখন ২০২০ সালে যোগ দেন কেরালা ব্লাস্টার্সে। যদিও সবকিছু নির্ভর করছে নতুন কোচ কার্লস কুয়াদ্রাত কী চাইছেন তার উপর। এই নতুন কোচকে নিয়ে আসার সিদ্ধান্তে খুশির হাওয়া ইস্টবেঙ্গলে। আগামী দুই মরশুমে লাল-হলুদ বাহিনীর দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন আইএসএল ও লিগজয়ী কোচ কুয়াদ্রাত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন