গত ৩ মরসুমের ব্যর্থতা ভুলে আগামী মরসুমের জন্য ভালো দল করতে মরিয়া ইস্টবেঙ্গল। আসন্ন মরসুমে আইএসএল জয়ী স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতকে কোচের দায়িত্ব দিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট।
নন্দকুমার শেখর ও হরমনজোত সিং খাবরার মতো খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে তারা। পাশাপাশি চেন্নাইন এফসির অন্যতম ভরসাযোগ্য দেশীয় ফরোয়ার্ড রহিম আলিকে দলে টানার পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ শিবির।
তবে এক্ষেত্রে শর্ত সাপেক্ষে নেওয়া হতে পারে রহিমকে। সূত্রে জানা যাচ্ছে, রহিমকে আনার জন্য ১ কোটি ট্রান্সফার ফি বরাদ্দ করেছে চেন্নাই। তাতেই নাকি রাজি হয়ে যায় কলকাতার ক্লাবটি। এই বিরাট ট্রান্সফার ফিয়ের পাশাপাশি দলের একজন খেলোয়াড়কে পাঠাতে হবে চেন্নাইতে।
কিন্তু কে সেই খেলোয়াড় তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রথম দিকে নাওরেম মহেশ সিংয়ের নাম শোনা গেলেও তাঁকে ছাড়তে নারাজ মশাল ব্রিগেড। সূত্রের খবর, ভিপি সুহেরকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল। যদিও এখনও কিছু নিশ্চয়তা পাওয়া যায়নি।
সম্প্রতি ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ তাঁর শিবিরের জন্য যে ৪১ জনকে ডেকেছেন, তার মধ্যে বাংলার মাত্র চারজন ফুটবলার রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম ফরোয়ার্ড রহিম আলি। ভারতীয় সিনিয়র দলের যিনি আগেও খেলেছেন। কিন্তু এখনও পর্যন্ত দেশের হয়ে কোনও গোল পাননি। ভারতীয় জার্সি গায়ে প্রথম গোল পাওয়ার জন্য মরিয়া ব্যারাকপুরের রহিম। ভারতীয় শিবিরে সম্প্রতি ডাক পাওয়া নিয়েও বেশ উত্তেজিত তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন