ISL 2023-24: 'ইস্টবেঙ্গলের হার না মানার মানসিকতা আছে' - চেন্নাই ম্যাচের আগে আত্মবিশ্বাসী কুয়াদ্রাত

People's Reporter: কুয়াদ্রাত বলেন, অবশ্যই আমাদের সেরা ছয়ে ওঠার সুযোগ আছে। প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা লড়াই করছি।
অনুশীলনে টিম ইস্টবেঙ্গল
অনুশীলনে টিম ইস্টবেঙ্গলছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

সোমবার আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাইয়ন এফসি। তবে যুবভারতীতে নামার আগে লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাতের সবথেকে বেশি চিন্তা রেফারি নিয়ে।

বার বার রেউফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গল কোচ। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে তিনি বলেন, 'বিশ্বের অনেক দেশেই খারাপ রেফারিং রয়েছে। স্পেনেও এই মরসুমে খারাপ রেফারিং নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভারতে যে রেফারিদের কমিটি রয়েছে তাদের একটা কথা বুঝতে হবে, ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফুটবলাররা। কোচ বা রেফারিরা নয়। ফুটবলারাই খেলাটা খেলে। আমি যখন ঘুমাই, তখন আমি দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নের মধ্যেই থাকেন রেফারি রাহুলকুমার গুপ্তা।

তিনি আরও বলেন, 'আমরা ম্যাচের পর ম্যাচ খারাপ রেফারিংয়ের শিকার হচ্ছি। ভারতীয় ফুটবলের সঙ্গে আমি ১০ বছরের উপর যুক্ত। ভারতীয় ফুটবলের মান আগের থেকে অনেক উন্নত হয়েছে। অনেক ভালো খেলোয়াড়েরা জাতীয় দলে খেলছে। কিন্তু রেফারিদের একটুও উন্নতি হয়নি। প্রত্যেকটা ম্যাচে খারাপ রেফারিং প্রভাব ফেলছে। আমাদের সঙ্গেই অন্তত পাঁচটা ম্যাচে হয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত ফলাফল বদলে দিতে পারে। ওড়িশা ম্যাচে দু’বার আমরা পেনাল্টি পেতে পারতাম। রেফারি দেননি। আমরা দু’পয়েন্ট হারাই। রেফারিদের বুঝতে হবে তাঁদের সিদ্ধান্তর উপর প্লেয়ার থেকে শুরু করে কোচের ভবিষ্যত নির্ভর করে। আর টুর্নামেন্ট কমিটিকেও টুর্নামেন্ট শুরুর আগে রেফারিদের নিয়ে ক্লাস নিতে হবে।'

কুয়াদ্রাত আশা করছেন সব ম্যাচে জয় পেয়েই দল সুপার সিক্সে যাবে। তিনি বলেন, 'অবশ্যই আমাদের সেরা ছয়ে ওঠার সুযোগ আছে। প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা লড়াই করছি। আমরা যদি সেরা ছয়ে ওঠার ব্যাপারে প্রত্যয়ী হই, তাহলে তা সম্ভব। শেষ পর্যন্ত লড়তে হবে। আমাদের ক্লাবের হার না মানার মানসিকতা আছে"।

অনুশীলনে টিম ইস্টবেঙ্গল
Ishan Kishan: BCCI-র নির্দেশ অমান্য করার শাস্তি, বোর্ডের নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ!
অনুশীলনে টিম ইস্টবেঙ্গল
IPL 2024: প্রকাশিত হলো IPL-র আংশিক সূচি, আপনার প্রিয় দলের খেলা কবে? দেখে নিন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in