East Bengal: আইএসএল-এ লাগাতার ব্যর্থতা, এবার ভুটানে এএফসি 'চ্যালেঞ্জ' ইস্টবেঙ্গলের

People's Reporter: শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পারো এফসি। এরপর ২৯ অক্টোবর খেলবে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এবং ১ নভেম্বর মুখোমুখি হওয়ার কথা নেজমেহ এফসির বিরুদ্ধে।
ভুটানে ইস্টবেঙ্গল দল
ভুটানে ইস্টবেঙ্গল দলছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

আইএসএলে ব্যর্থতার পরে শনিবার ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচই ইস্টবেঙ্গল খেলবে ভুটানে।

শনিবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পারো এফসি। এরপর ২৯ অক্টোবর খেলবে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এবং ১ নভেম্বর মুখোমুখি হওয়ার কথা নেজমেহ এফসির বিরুদ্ধে।

গ্রুপ শীর্ষে থাকা দল পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে। তবে দ্বিতীয় স্থানে শেষ করলেও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার। সেক্ষেত্রে পশ্চিম অঞ্চলের তিনটি গ্রুপের মধ্যে শ্রেষ্ঠ দ্বিতীয় স্থানাধিকারী যোগ্যতা অর্জন করবে কোয়ার্টার ফাইনালের।

ইস্টবেঙ্গলের চিন্তা ছিল এএফসির কাছে নতুন কোচ অস্কার ব্রুজোনের রেজিস্ট্রেশন নিয়ে। অবশেষে ফেডারেশনের অপেক্ষায় না থেকে নিজেরাই অস্কারের রেজিস্ট্রেশন করালো ইস্টবেঙ্গল। ফলে অস্কার ডাগআউটে থাকতে পারবেন।

ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনো জর্জ জানান, 'আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। এখানে আসতে পেরে খুশি। তবে আমরা কোনওদিন আর্টিফিশিয়াল টার্ফে খেলিনি। তারপর ভুটানের উচ্চতায় খেলতে হবে। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্লেয়ারদের ওপর আস্থা আছে। এবার দল শক্তিশালী হয়েছে। আশা করছি দল ভালো খেলবে'।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in