ইস্টবেঙ্গল ক্লাবে পালন হল ১০৪ তম প্রতিষ্ঠা দিবস। চিরাচরিত প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল এফসি 'র রিজার্ভ দলের খেলোয়াড়রা, ক্লাবের প্রাক্তন খেলোয়াড়রা, ক্লাবের কর্মসমিতির সদস্যগণ, বাংলাদেশ থেকে আগত প্রাক্তন খেলোয়াড় আসলাম ও ঘাউস, ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের শিক্ষার্থীরা, ক্লাবের সদস্য ও সমর্থকরা I
এরপর সকলে মিলে সুদৃশ্য কেক কেটে ক্লাবের জন্মদিনের শুভ সূচনা করেন I ক্লাবের পতাকা উত্তোলনও করা হয়। পতাকা উত্তোলন করেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড়রাI যাদের মধ্যে ছিলেন ভাস্কর গাঙ্গুলি, তরুণ দে, বিকাশ পাঁজি, মিহির বসু সহ আরও অনেকেই।
এদিন বিকালে আছে অনুষ্ঠান ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস। আর এই দিনটাকে স্মরণীয় করতে বাংলাদেশের এই ফুটবলার ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। আর প্রতিষ্ঠা দিবসের একদিন আগেই ইস্টবেঙ্গল শিবিরে যেন মিলন মেলা।
অনেক বছর আগেই মুন্নার মৃত্যু হয়েছে। তাই তাঁর স্ত্রী ও পুত্রকে কলকাতায় নিয়ে এসেছেন ইস্টবেঙ্গল কর্তারা। রুমি আসতে পারেননি। তবে আসলামের সঙ্গে সপরিবারে এসেছে আর এক ফুটবলার ঘাউস। অনুষ্ঠানেই বাংলাদেশের অতিথিদের সংবর্ধনা দেবেন ইস্টবেঙ্গল কর্তারা। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের গায়িকা মেহেরিন মাহমুদ। এছাড়াও দেওয়া হবে নানা পুরস্কার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন