কোচ বদলেছে, বদলেছে প্লেয়ায়। তবে ইস্টবেঙ্গল বদলায়নি। সেই পুরোনো রোগ - এগিয়ে থেকেও ম্যাচ মাঠে রেখেই ফিরে আসা। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে যুবভারতী ছাড়তে হল লাল হলুদ ব্রিগেডকে।
রবিবার প্রথমার্ধে বেশ আক্রমণ নির্ভর ফুটবল খেলে ইস্টবেঙ্গল। ম্যাচের ৫ মিনিটেই গোল দেন জেভিয়ার সিভেরিয়ো, কিন্তু রেফারি গোল বাতিল করে দেন। উল্টে সিভেরিয়োকেই হলুদ কার্ড দেখান। এরপর একাধিক গোলের সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু কাজে লাগাতে পারেনি। উল্লেখ্য, এই বাংলাদেশ সেনাবাহিনীকেই মোহনবাগান ৫-০ গোলে হারিয়েছিল।
ম্যাচের ৩১ মিনিটের মাথায় বক্সের মধ্যে লাল-হলুদের নিশুকে ফাউল করেন বাংলাদেশের ফুটবলার। পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সল ক্রেসপো পেনাল্টি থেকে গোল করেন। এরপরে ৩৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন গুইতে পেকা। তবে ৪৩ মিনিটে অধিনায়ক হরমোনজ্যোৎ সিং খাবরার ক্রস থেকে হেডে গোল করেন সিভেরিয়ো। প্রথমার্ধে ২-০ এগিয়ে শেষ করে।
দ্বিতীয়ার্ধেও ছিল আক্রমণ প্রতি-আক্রমণের খেলা। ৬৭ মিনিটে বল ছাড়া প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে মারায় লাল কার্ড দেখেন নিশু। ১০ জনে হয়ে যাওয়ায় কিছুটা রক্ষণাত্মক খেলতে থাকে ইস্টবেঙ্গল। যার লাভ নেয় বাংলাদেশ সেনা। ৮৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোল করেন শাহরিয়র ইমন। ম্যাচের শেষ সময়ে খাবরার ভুল পাস ধরে গোল করে যান মেরাজ। জেতা ম্যাচ হাতছাড়া হয়ে হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরাও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন