CFL: বিজয় রথ থামলো লাল-হলুদের, কাস্টমসের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

People's Reporter: ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, কোনো অজুহাত দেব না। ওরাও ভালো খেলেছে আমরাও খেলেছি। পরের ম্যাচে ঘুরে দাঁড়াব আশা রাখছি।
ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ ড্র
ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ ড্রছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

ডার্বি জয়ী দল পরের ম্যাচেই হোঁচট খায়। কলকাতা ময়দানের সেই প্রবাদ মঙ্গলবার ফের একবার প্রমাণিত হলো। কলকাতা লিগে মোহনবাগানকে যুবভারতীতে ডার্বিতে ২-১ গোলে হারানোর পরে নৈহাটীতে ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে গোলশূন্য ব্যবধানে ড্র করলো ইস্টবেঙ্গল।

ম্যাচের শুরুতেই ২ মিনিটে কাস্টমস বক্সে বল নিয়ে ঢুকে যান জেসিন। রেফারি অফসাইড দেন। ৫ মিনিটের মাথায় বাঁদিক থেকে হীরা মণ্ডল-জেসিন গোলের সুযোগ তৈরী করলেও গোল হয়নি। কাস্টমসের রবি হাঁসদার ফ্রি কিক গোল পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় ০-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে সায়ন ব্যানার্জি , পিভি বিষ্ণুদের নামান লাল হলুদ কোচ বিনো জর্জ। তবুও লাভ হয়নি। একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। ৬৬ মিনিটে কাস্টমস গোলের সুযোগ পেলেও তারা ফ্রি কিকে গোল করতে পারেনি। আর ম্যাচের শেষদিকে কাস্টমস গোলকিপারকে পিভি বিষ্ণু গোলে একা পেয়েও গোল করতে পারেননি। ম্যাচ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। এই প্রথম চলতি কলকাতা লিগে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের।

ড্র করে হতাশ ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। তিনি বলেন, 'আমরা পরীক্ষা নিরীক্ষায় গিয়েছিলাম। কিন্তু সম্ভব হল না জয়। কোনো অজুহাত দেব না। ওরাও ভালো খেলেছে আমরাও খেলেছি। পরের ম্যাচে ঘুরে দাঁড়াব আশা রাখছি।'

ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ ড্র
East Bengal: দলবদলের মরসুমে চমক ইস্টবেঙ্গলের! এই ভারতীয় ফুটবলারকে দলে নিতে মরিয়া লাল-হলুদ
ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ ড্র
Thomas Muller: ক্রুজের পর মুলার, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন জার্মান 'ছায়ামানব'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in