CFL: বৃষ্টিভেজা নৈহাটিতে এগিয়ে থেকেও বিএসএসের বিরুদ্ধে ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের

৯০ মিনিটে দীপ সাহা ফ্রি কিক পেয়ে দুরন্ত ইনসুইংয়ে গোল পেয়ে যান। অতিরিক্ত ৮ মিনিট সময় দেওয়া হয়। ৯৭ মিনিটের মাথায় লাল হলুদ ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে যান সৌরভ।
আজকের ম্যাচের মুহূর্ত
আজকের ম্যাচের মুহূর্তছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

রেনবোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্রয়ের পর ফের কলকাতা লিগে আটকে গেলো ইস্টবেঙ্গল। সোমবার নৈহাটিতে বিএসএসের কাছে ১-১ গোলে ড্র করলো লাল হলুদ ব্রিগেড। নতুন কোচ কুয়াদ্রাত এদিন মাঠে এসেছিলেন। তার সামনেই আটকে গেলো টিম ইস্টবেঙ্গল।

এদিন বৃষ্টিভেজা মাঠে আটকে বেশ সমস্যায় পড়ে যায় দুই দল। গোলের মুখ খুলতে সমস্যা হচ্ছিল। ১৫ মিনিটে শুরতেই ধাক্কা খায় ইস্টবেঙ্গল। বিএসএসের ফুটবলারকে ধাক্কা মারায় লাল কার্ড দেখন তুহিন দাস। তাঁকে লাল কার্ড দেখান প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। ১০ জন হয়ে যায় লাল-হলুদ। ২৪ মিনিটে প্রথম কর্নার পায় ইস্টবেঙ্গল। সেখান থেকে লম্বা শট। সুযোগ তৈরি হলেও জালে বল জড়াতে ব্যর্থ হয় তারা।

৩৫ মিনিটে ফের সুযোগ তৈরি করে লাল-হলুদ। দুর্দান্ত সেভ করেন মৃন্ময় তাঁতি। ৪৩ মিনিটে বল নিয়ে গোলের দিকে এগিয়ে যায় দীপ সাহা। তাঁকে আটকাতে ফাউল করে বসেন বিএসএসের শুভঙ্কর। প্রথমার্ধে দুই দলই গোলের মুখ দেখতে পায়নি।

দ্বিতীয়ার্ধে বৃষ্টি থামলেও ইস্টবেঙ্গলের গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। ম্যাচের ৫৩ মিনিটে কর্ণার থেকে ফের সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের। ক্রমশ চাপ বাড়াতে থাকে বিএসএসও। ৮৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিএসএসের ফুটবলার নবকুমার দাস।

এরপর ৯০ মিনিটে দীপ সাহা ফ্রি কিক পেয়ে দুরন্ত ইনসুইংয়ে গোল পেয়ে যান। অতিরিক্ত ৮ মিনিট সময় দেওয়া হয়। ৯৭ মিনিটের মাথায় লাল হলুদ ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে যান সৌরভ। ফলে এদিনও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় নৈহাটিতে আসা লাল-হলুদ সমর্থকদের।

আজকের ম্যাচের মুহূর্ত
CFL: রেফারির বিরুদ্ধে সরব হওয়ায় শাস্তির মুখে রেনবো কোচ দেবজিৎ ঘোষ!
আজকের ম্যাচের মুহূর্ত
East Bengal: মাঝরাতে কলকাতায় কুয়াদ্রাত, নতুন কোচকে স্বাগত জানাতে উচ্ছ্বাস লাল-হলুদ সমর্থকদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in