তৃণমূল কর্মী সমর্থকদের থাকার জন্য নজিরবিহীনভাবে খুলে দেওয়া হলো ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স-র গেট। শুক্রবার কলকাতার ধর্মতলায় রাজ্যের শাসকদল তৃণমূলের সমাবেশ ছিল। আগের দিন থেকেই বহু সমর্থক কলকাতায় এসে পৌঁছেছে। তাদের থাকার জন্য ইডেনের গেট খুলে দেওয়া হয়েছে। সিএবি-র এই সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক।
মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ইডেনের গেট খুলে দেওয়ার সাথে সাথে তৃণমূল সমর্থকরা দৌড়ান মাঠের মধ্যে প্রবেশের জন্য। ভেতরে ঘোরাঘুরি করছেন সকলে। কাউকে কাউকে আবার তাঁবু খাটিয়ে রান্না করতেও দেখা গেছে। এখন প্রশ্ন হচ্ছে কার নির্দেশে সিএবি গেট খুলে দিলো? উত্তর অজানা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস প্রসঙ্গ শুনেই বললেন, সভাপতি বলতে পারবেন। মমতা বন্দ্যোাপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সমাবেশের মঞ্চে থাকেন ক্রীড়া ব্যক্তিত্বরাও। এই বিষয় নিয়ে তাঁরাও কোনও মন্তব্য করেননি।
সামনেই ক্রিকেট বিশ্বকাপ। ইডেন বিশ্বকাপে সেমিফাইনাল সহ মোট ৫টি ম্যাচ পেয়েছে। সম্প্রতি বিশ্বকাপ উদ্দেশ্যে ইডেন সংস্কার করছে সিএবি। ভেতরে শাসকদলের কর্মীদের ঢুকিয়ে দেওয়ার ফলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার দায় কে নেবে? তৃণমূল কংগ্রেস নাকি সিএবি? উঠছে প্রশ্ন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন