IPL-এ সেরার সেরা ইডেন গার্ডেন্স! কী জানালেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়?

মঙ্গলবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আহমেদাবাদ থেকে ফোনে জানালেন, পুরস্কার সবসময় ভালো লাগে। তবে এটা প্রত্যাশিতই।
ইডেন গার্ডেনস
ইডেন গার্ডেনসছবি - বিসিসিআই-র ওয়েবসাইট
Published on

ইডেন গার্ডেন্স দেখিয়ে দিল এখনও কলকাতাই ভারতের সেরা ভেন্যু। এবারের আইপিএলে সেরা ভেন্যুর স্বীকৃতি পেলো ইডেন। কোনো প্লে অফ ম্যাচ বা ফাইনাল পায়নি ক্রিকেটের নন্দনকানন। তবুও ইডেন সেরার সেরা।

মঙ্গলবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আহমেদাবাদ থেকে ফোনে জানালেন, পুরস্কার সবসময় ভালো লাগে। তবে এটা প্রত্যাশিতই। পুরোটাই টিম এফোর্ট। এই পুরস্কার ভালো কাজ করার প্রেরণা দিল। আমাদের ক্লাব হাউস মিডিয়া, সেন্টার সকলের ভালো লেগেছে। সব ম্যাচই হাউসফুল ছিল।

তিনি আরও বলেন, এবার আমাদের পরিকল্পনা বিশ্বকাপেও সেরা ভেন্যু হওয়া। নতুন ক্লাব হাউসও তৈরী হচ্ছে বিশ্বকাপের আগে। আগেও ইডেন আইপিএলে সেরার পুরস্কার পেয়েছে। কলকাতা নাইট রাইডার্স এর হোম ভেন্যু ইডেন। মোট ৭টি আয়োজিত হয়েছে ক্রিকেটের নন্দনকাননে। তার মধ্যে ৪টি ম্যাচ জেতে প্রথমে ব্যাটিং করা টিম। রান তাড়া করে জেতে তিনটি টিম। পুরো স্পোর্টিং উইকেট। স্পোর্টিং উইকেট এই মাঠের বিশেষত্ব।

কেকেআর অধিনায়ক নীতিশ রানা হোম ভেন্যু ইডেন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও সেটা ধোপে টেকেনি। বরং আহমেদাবাদে যা বৃষ্টি হয় সেই বৃষ্টিতে ইডেনে প্রথমদিনেই ম্যাচ করানো যেত বলে মনে করা হচ্ছে।

ইডেন গার্ডেনস
ভারতে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান! PCB-র সাথে আলোচনায় বসতে লাহোর যাচ্ছেন ICC চেয়ারম্যান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in