Jhulan Goswami: বিশেষ সম্মান 'চাকদহ এক্সপ্রেস'কে, ইডেনে এবার ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড!

People's Reporter: ইডেন গার্ডেন্সের ব্লক বি গ্যালারির নাম ঝুলন গোস্বামীর নামে রাখা হবে। স্ট্যান্ডটির উদ্বোধন করা হবে ২০২৫ সালের ২২ জানুয়ারি।
ঝুলন গোস্বামী
ঝুলন গোস্বামীছবি - ঝুলন গোস্বামীর ফেসবুক পেজ
Published on

ঝুলন গোস্বামীকে বিশেষ সম্মান জানাচ্ছে সিএবি। এবার ইডেন গার্ডেন্সের স্ট্যান্ডের নামকরণ হবে ঝুলন গোস্বামীর নামে। আগামী বছরেই স্ট্যান্ডটির উদ্বোধন হওয়ার কথা।

প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ইডেন গার্ডেন্সে বিশেষ সম্মান পেতে চলেছেন 'চাকদহ এক্সপ্রেস'। ভারতের কিংবদন্তি পেসারের নামে নতুন স্ট্যান্ড হতে চলেছে ইডেনে। আগামী বছর ভারত বনাম ইংল্যান্ড মহিলা দলের প্রথম টি-২০ ম্যাচে স্ট্যান্ডের উদ্বোধন হবে।

ইডেন গার্ডেন্সের ব্লক বি গ্যালারির নাম ঝুলন গোস্বামীর নামে রাখা হবে। স্ট্যান্ডটির উদ্বোধন করা হবে ২০২৫ সালের ২২ জানুয়ারি।

এর আগে ইডেন গার্ডেন্সের কোনও স্ট্যান্ড মহিলা ক্রিকেটারের নামে রাখা হয়নি। এই প্রথম কোনও মহিলা ক্রিকেটারের নাম থাকবে ইডেনের স্ট্যান্ডে। আগামী ২২ জানুয়ারি থেকে সৌরভ গাঙ্গুলি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পঙ্কজ রায়, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়া এবং বিশ্বনাথ দত্তের নামের পাশে জ্বলজ্বল করবে ঝুলন গোস্বামীর নাম।

২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ঝুলন গোস্বামী। দেশের হয়ে মোট ১২টি টেস্ট, ২০৪টি ওয়ান ডে এবং ৬৮টি টি-২০ ম্যাচ খেলেছেন ঝুলন গোস্বামী। তিন ফরম্যাট মিলিয়ে ৩৫৫টি উইকেট নিয়েছেন তিনি। অবসরের পর বাংলার সিনিয়র মহিলা ক্রিকেট দলের মেন্টর হয়ে কাজ করছেন ঝুলন গোস্বামী। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের সাথেও যুক্ত আছেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in