রুদ্ধশ্বাস সেমিফাইনালে লেস্টার সিটিকে সেমিফাইনালে হারিয়ে ইএফএল কাপের সেমিফাইনালে পৌঁছে গেলো লিভারপুল। নির্ধারিত সময়ের শেষে ফলাফল ৩-৩ থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও দেখা যায় রোমাঞ্চ। অবশেষে পেনাল্টি শ্যুট আউট থেকেই জয় আসে ক্লপের শিবিরে। ২০১৬-১৭ সালের পর প্রথমবারের মত ইএফএল কাপের সেমিফাইনালে লিভারপুল।অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে টুখেলের চেলসিও।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে এদিন জিমি ভার্ডির জোড়া গোলে ১৩ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় লেস্টার সিটি। তবে পিছিয়ে পড়ার পরে প্রথমার্ধের ১৯ মিনিটে চেম্বারলেনের গোলে ব্যবধান কমায় লিভারপুল। ৩৩ মিনিটে আবার জেমস ম্যাডিনসন গোল করে লেস্টারকে ৩-১ গোলে এগিয়ে দেন।
প্রথমার্ধের শেষে ব্যাক ফুটে চলে যাওয়া লিভারপুল অনবদ্য কামব্যাক করে দ্বিতীয়ার্ধে। ৬৮ মিনিটে দিয়েগো জোটা এবং নির্ধারিত সময়ের শেষে ইনজুরি সময়ে রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তেই তাকুমি মিনামিনো গোল করে লিভারপুলকে এনে দেন সমতা। লেস্টার সিটিকে হতাশ করে এরপর টাইব্রেকারে বাজিমাৎ করে লিভারপুল।
অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টমাস টুখেলের চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে পন্টুস জেনসনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে চেলসির হয়ে দ্বিতীয় গোলটি করেন জর্জিনহো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন