Paris Olympics 24: গর্ভে ৭ মাসের সন্তান! অলিম্পিক্সে লড়াই করে নজর কাড়লেন মিশরের নাদা হাফেজ

People's Reporter: বিশ্ব র‍্যাঙ্কিং-এ ১০ নম্বরে থাকা মার্কিন ফেন্সার এলিজাবেথকে হারিয়ে নজর কাড়েন নাদা হাফেজ। তখনও কেউ জানতো না যে নাদার গর্ভে ৭ মাসের সন্তান রয়েছে।
নাদা হাফেজ
নাদা হাফেজছবি - নাদা হাফেজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
Published on

৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই অলিম্পিক্সে খেললেন মিশরের ফেন্সিং প্রতিযোগী নাদা হাফেজ। তাঁর কীর্তিতে কার্যত অবাক গোট ক্রীড়াজগত। সকলেই এই অলিম্পিয়ানকে কুর্নিশ জানিয়েছেন।

বিশ্বর‍্যাঙ্কিং-এ ১০ নম্বরে থাকা মার্কিন ফেন্সার এলিজাবেথকে হারিয়ে নজর কাড়েন নাদা হাফেজ। তখনও কেউ জানতো না যে নাদার গর্ভে ৭ মাসের সন্তান রয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিওন হা ইয়ং-র কাছে ১৫-৭ ব্যবধানে হেরে অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন তিনি। ম্যাচ হারার পর তিনি তাঁর গর্ভে থাকা সন্তানের কথা জানান সোশ্যাল মিডিয়ায়।

মিশরের ফেন্সিং প্রতিযোগী নাদা হাফেজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, সকলে পোডিয়ামে দু'জন প্রতিযোগীকে দেখছেন! আসলে সেখানে তিনজন প্রতিযোগী ছিল। আমি, আমার প্রতিপক্ষ এবং আমাদের পৃথিবীতে আসতে চলা আমার শিশু।

তিনি আরও লেখেন, "আমি এবং আমার শিশু উভয়েই মানসিক ও শারীরিক সমস্ত চ্যালেঞ্জকে ভাগ করে নিয়েছি। গর্ভাবস্থায় খেলা সত্যিই কঠিন। কিন্তু আমি হার মানিনি। তাই এই লড়াই আমার কাছে মুল্যবান"।

নাদা হাফেজ
Paris Olympics 24: ব্যাডমিন্টনে জোড়া সাফল্য ভারতের! শেষ ১৬-তে সিন্ধু-লক্ষ্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in