লর্ডসে ব্র্যাডম্যানের ৯৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বেন ডাকেট

১৯৩০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৬ বলে ১৫০ রান করেছিলেন ডন ব্র্যাডম্যান। এতদিন পর্যন্ত এই গ্রাউন্ডে পুরুষদের ক্রিকেটে এটাই ছিল দ্রুততম ১৫০ শত রান। এবার সেই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ডাকেট।
বেন ডাকেট
বেন ডাকেটফাইল চিত্র
Published on

লর্ডসে ব্র্যাডম্যানের ৯৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বেন ডাকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে ক্রিকেটের মক্কায় অজি কিংবদন্তীকে ছাপিয়ে দ্রুততম ১৫০ রান করার নজির গড়লেন ডাকেট। লর্ডসে আইরিশদের বিপক্ষে টেস্টের প্রথম দিনে আয়ারল্যান্ডের ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান তোলে ইংল্যান্ড। ১৭৮ বলে ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেন ডাকেট। এদিন ১৫০ বল খেলে ডাকেট পূর্ণ করেন নিজের দেড়শত রান।

সেইসঙ্গে গড়লেন বড় রেকর্ড। ১৯৩০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৬ বলে ১৫০ রান করেছিলেন ডন ব্র্যাডম্যান। এতদিন পর্যন্ত এই গ্রাউন্ডে পুরুষদের ক্রিকেটে এটাই ছিল দ্রুততম ১৫০ শত রান। এবার সেই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ডাকেট। ইংল্যান্ডের আর এক ব্যাটার ওলি পোপ এদিন ডবল সেঞ্চুরি হা‍ঁকান। ২০৮ বলে ২০০ রান করেন তিনি। পোপ তাঁর ১৫০ রানে পৌঁছান ১৬৬ বল খেলে। অর্থাৎ ডাকেটের রেকর্ড গড়ার দিনে, ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করলেন পোপও। সেইসঙ্গে লর্ডসে দ্রুততম দ্বিশতরানের নজির গড়ে ফেলেন তিনি।

১৯৮২ সালে ওভালে ভারতের বিরুদ্ধে ২২০ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ইয়ান বোথাম। তাঁর রেকর্ড ভেঙে দিলেন ওলি পোপ। শুক্রবার আরও একটি নজির গড়েন বেন ডাকেট। ১৯২৪ সালের পর প্রথম ক্রিকেটার হিসেবে লর্ডসে মধ্যাহ্নভোজনের আগেই সেঞ্চুরি জোড়েন ডাকেট।

ইংলিশ তারকা জো রুটের মুকুটেও লাগে নতুন পালক। রুট প্রথম ইনিংসে ৫৬ রান করেন। আর সাথে সাথেই বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১১,০০০ রান করার রেকর্ড গড়েন তিনি। অ্যালিস্টার কুকের রেকর্ড ভেঙে, কুকের পর মাত্র দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্টে ১১,০০০ রান পূরণ করেন রুট।

বেন ডাকেট
WTC Final: ম্যাচ ড্র হলে কিংবা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে শিরোপা উঠবে কাদের হাতে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in