ENG vs PAK: চার ব্যাটারের সেঞ্চুরি! টেস্টের প্রথম দিনেই ৫০০ রান তুলে রেকর্ড ইংল্যান্ডের

মাত্র ১৩.৪ ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড, যা কোনও টেস্ট ম্যাচের একেবারে শুরুতে দ্রুততম ১০০ রানের দলগত রেকর্ড।
ENG vs PAK: চার ব্যাটারের সেঞ্চুরি! টেস্টের প্রথম দিনেই ৫০০ রান তুলে রেকর্ড ইংল্যান্ডের
ছবি সৌজন্যে আইসিসি টুইটার হ্যান্ডেল
Published on

টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে কার্যত ওডিআই ম্যাচ খেললো ব্রিটিশ দল। ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ৫০৬ রান। চার ইংলিশ ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি।

পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আর শুরু থেকেই ব্যাট হাতে তান্ডব চালাতে থাকেন দুই ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। মাত্র ১৩.৪ ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড, যা কোনও টেস্ট ম্যাচের একেবারে শুরুতে দ্রুততম ১০০ রানের দলগত রেকর্ড।

পাশাপাশি টেস্ট ক্রিকেটের প্রথম সেশনে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়ে ফেলেন দুই ইংলিশ ওপেনার। মধ্যাহ্নভোজনের আগে ইংল্যান্ড ২৭ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে।

এদিন ইংল্যান্ডের চার ব্যাটার শতরান করলেন। ওপেনার জ্যাক ক্রাউলি করেন ১১১ বলে ১২২ রান। অপর ওপেনার বেন ডাকেট করেন ১১০ বলে ১০৭ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা ওলি পোপ করেন ১০৪ বলে ১০৮ রান। হ্যারি ব্রুক অপরাজিত রয়েছেন ১০১* রানে। ১৫ বলে ৩৪* রান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক বেন স্টোকসও। আগামীকাল তাঁর ব্যাট থেকেও দেখা যেতে পারে শতরান। এদিন ব্যাট হাতে একমাত্র ব্যর্থ হলেন জো রুট। ২৩ রান করে ফিরে গেছেন তিনি।

সবমিলিয়ে প্রথম দিনে পাকিস্তানকে কোণঠাসা করে ৪ উইকেটে ৫০৬ রান সংগ্রহ করে ফেললো ইংল্যান্ড। এতদিন পর্যন্ত টেস্টে প্রথম দিনে সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯৪ রান করেছিল অজিরা। সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লো ইংল্যান্ড।

ENG vs PAK: চার ব্যাটারের সেঞ্চুরি! টেস্টের প্রথম দিনেই ৫০০ রান তুলে রেকর্ড ইংল্যান্ডের
Steve Smith: ব্র্যাডম্যানকে স্পর্শ করলেন স্মিথ! পেছনে ফেললেন ক্লার্ক, আমলা, রুটদের
ENG vs PAK: চার ব্যাটারের সেঞ্চুরি! টেস্টের প্রথম দিনেই ৫০০ রান তুলে রেকর্ড ইংল্যান্ডের
FIFA World Cup 22: ম্যাচ সেরা হয়েও সতীর্থকে পুরস্কার তুলে দিয়েছেন মেসি! আসল সত্যিটা কী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in