প্রথমে সেশনে ৫ উইকেট হারিয়ে ফেললেও জো রুটের সেঞ্চুরিতে প্রথম দিনের শেষে ৭ উইকেটের বিনিময়ে ৩০২ রান করেছে ইংল্যান্ড। রুটের সাথে অপরাজিত আছেন ওলি রবিনসন।
ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে চতুর্থ টেস্টের প্রথম দিনে দাপটের সাথে শুরু করেছিল ভারত। প্রথম সেশনে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল ইংল্যান্ড। তবে রুট এবং বেন ফোকসের পার্টনারশিপের কারণে খেলায় ফেরে ইংল্যান্ড।
৩ রানের জন্য হাফসেঞ্চুরি করতে ব্যর্থ হন বেন ফোকস। ১২৬ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। প্রথম দিনের শেষে ২২৬ বলে ১০৬ রানে অপরাজিত রয়েছেন এবং ৬০ বল খেলে ৩১ রানে অপরাজিত আছেন ওলি রবিনসন।
ভারতের হয়ে ৩টি উইকেট পেয়েছেন আকাশ দীপ, ২টি নিয়েছেন মহম্মদ সিরাজ এবং ১টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ৩০২ রান।
বাজবল ক্রিকেট ছেড়ে সাধারণ টেস্ট ক্রিকেট খেলাতেই সাফল্য আসে ইংল্যান্ডের। জো রুট প্রথম থেকেই বাজবল পদ্ধতি ত্যাগ করেছিলেন। তিনি একদম শান্তভাবেই ব্যাট করতে থাকেন এবং দলকে মূল্যবান সেঞ্চুরি উপহার দেন। এখন দেখার আগামীকালও রুট নিজের ছন্দেই খেলেন নাকি দ্রুত উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটায় ভারতীয় বোলাররা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন