IND vs ENG: প্রথম সেশনে ৫ উইকেট হারালেও রুটের সেঞ্চুরিতে ৩০০ পার ইংল্যান্ডের!

People's Reporter: ৩ রানের জন্য হাফসেঞ্চুরি করতে ব্যর্থ হন বেন ফোকস। ১২৬ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে।
সেঞ্চুরির পর জো রুট
সেঞ্চুরির পর জো রুটছবি - আইসিসি-র এক্স হ্যান্ডেল
Published on

প্রথমে সেশনে ৫ উইকেট হারিয়ে ফেললেও জো রুটের সেঞ্চুরিতে প্রথম দিনের শেষে ৭ উইকেটের বিনিময়ে ৩০২ রান করেছে ইংল্যান্ড। রুটের সাথে অপরাজিত আছেন ওলি রবিনসন।

ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে চতুর্থ টেস্টের প্রথম দিনে দাপটের সাথে শুরু করেছিল ভারত। প্রথম সেশনে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল ইংল্যান্ড। তবে রুট এবং বেন ফোকসের পার্টনারশিপের কারণে খেলায় ফেরে ইংল্যান্ড।

৩ রানের জন্য হাফসেঞ্চুরি করতে ব্যর্থ হন বেন ফোকস। ১২৬ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। প্রথম দিনের শেষে ২২৬ বলে ১০৬ রানে অপরাজিত রয়েছেন এবং ৬০ বল খেলে ৩১ রানে অপরাজিত আছেন ওলি রবিনসন।

ভারতের হয়ে ৩টি উইকেট পেয়েছেন আকাশ দীপ, ২টি নিয়েছেন মহম্মদ সিরাজ এবং ১টি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ৩০২ রান।

বাজবল ক্রিকেট ছেড়ে সাধারণ টেস্ট ক্রিকেট খেলাতেই সাফল্য আসে ইংল্যান্ডের। জো রুট প্রথম থেকেই বাজবল পদ্ধতি ত্যাগ করেছিলেন। তিনি একদম শান্তভাবেই ব্যাট করতে থাকেন এবং দলকে মূল্যবান সেঞ্চুরি উপহার দেন। এখন দেখার আগামীকালও রুট নিজের ছন্দেই খেলেন নাকি দ্রুত উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটায় ভারতীয় বোলাররা।

সেঞ্চুরির পর জো রুট
Ishan Kishan: BCCI-র নির্দেশ অমান্য করার শাস্তি, বোর্ডের নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ!
সেঞ্চুরির পর জো রুট
IND vs ENG: লাঞ্চের আগেই ৩ উইকেট, অভিষেক টেস্টে নজির বাংলার আকাশের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in