প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর চেন্নাইয়েই মধুর প্রতিশোধ নিলো বিরাট বাহিনী। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভেঙে পড়লো ব্রিটিশরা। চিপকেতে দ্বিতীয় টেস্ট সাড়ে তিন দিনেই সমাপ্ত হয়ে গেলো। প্রথম ইনিংসে অশ্বিনের বল হাতে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুরন্ত শতরানের দৌলতে সহজ জয় আসে ভারত শিবিরে। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী করেন অক্ষর প্যাটেলও।
গতকালের শেষে ৫৩ রানে তিন উইকেট হারিয়েছিলো ব্রিটিশরা। জয়ের জন্য আরও প্রয়োজন ছিলো ৪২৯ রান। সেই রান তাড়া করতে নেমে এদিন মাত্র ১৬৪ রানেই গুছিয়ে গেলো ব্রিটিশদের দ্বিতীয় ইনিংস। ৩১৭ রানে বড় জয় অর্জন করলো বিরাট বাহিনী।
মঙ্গলবার ড্যানি লরেন্স ২৬ রান করে অশ্বিনের শিকার হন। এরপর বেন স্টোকসকে মাত্র ৮ রানেই প্যাভিলিয়নের রাস্তা দেখান অশ্বিনই। অলি পোপ(১২),বেন ফোকস(২), অলি স্টোনসরা(০) দাঁড়াতেই পারেনি ভারতীয় স্পিনারদের সামনে।
জো রুটের ৩৩ রান এবং মইন আলির ৪৩ রান ছাড়া কোনো ব্যাটসম্যান মাথা তুলে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে পাঁচটি উইকেট তুলে নেয় অক্ষর প্যাটেল। ৩ টি উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং জোড়া উইকেট নেয় কুলদীপ যাদব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন