২০২৪ কোপা আমেরিকা জিতে ফ্রান্সের ফুটবলারের উদ্দেশ্যে বর্ণবাদী গান করে বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্ডেজ। যা নিয়ে ফিফার কাছে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ইতিমধ্যে বিতর্কিত গানের জেরে ক্ষমাও চেয়েছেন এনজো।
কলোম্বিয়াকে হারিয়ে নিজেদের ১৬তম কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। দলের সকল ফুটবলারের সাথে জয় উদযাপন করেন এনজো। বিশেষ মুহূর্ত সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য ইনস্টাগ্রাম লাইভ করছিলেন তিনি। সেখানেই বিতর্কিত গান করেন তিনি।
গানের একটি লাইনের জন্য ক্ষমা চেয়েছেন এনজো। তিনি জানান, জাতীয় দলের জয় উদযাপনের সময় আমার ইনস্টাগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি। গানটিতে অত্যন্ত আপত্তিকর ভাষা রয়েছে এবং এই শব্দগুলির জন্য একেবারেই কোন অজুহাত দিতে চাই না। আমি সকলের কাছে ক্ষমা চাইছি।
তিনি আরও জানান, আমি সব সময়ই বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছি। জয়ের উল্লাসে আমি ভেবে কিছু বলিনি। আমি সত্যিই দুঃখিত।
জানা যায়, এনজো যে গানটি গেয়েছেন তা কাতার বিশ্বকাপের সময় তৈরি করেছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। গানটি এমবাপ্পেকে উদ্দেশ্য করে গেয়েছিলেন সমর্থকরা। সেই গানই কোপা জয়ের উদযাপনে গেয়ে বিতর্কে জড়ালেন এনজো।
ফ্রান্স ফুটবল ফেডারেশন এনজোর বিরুদ্ধে সরব হয়েছে। ফেডারেশন জানায়, খেলা এবং মানবাধিকারে আঘাত হেনেছে এই গান। ওই ফুটবলারের বিরুদ্ধে আর্জেন্টাইন ফেডারেশন এবং ফিফার কাছে অভিযোগ জানানো হবে।
ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালে এনজোর গাওয়া গানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন হওয়ার পরে আর্জেন্টাইন দলের বিতর্কে জড়ানো এই নতুন নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপ জেতার পর গোলরক্ষক এমি মার্টিনেজের গোল্ডেন গ্লাভস নিয়ে বিতর্কিত অঙ্গভঙ্গি করে খবরের শিরোনামে এসেছিল। এমনকি ড্রেসিংরুমেও এমবাপ্পেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এমি। তিনি বলেছিলেন এমবাপ্পের জন্য ১ মিনিটের নীরবতা পালন করা হোক। কারণ সে মারা গেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন