ফ্র্যাঙ্ক ল্যামপার্ডকে বিদায় জানিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি আনে পিএসজির প্রাক্তন কোচ টমাস টুখেলকে। টুখেল আসার পর থেকেই অন্য মাত্রা নিয়েছে ব্যাকফুটে থাকা দলটি। টুখেলের চেলসি টানা ১১ ম্যাচ অপরাজিত। ব্লুজদের হয়ে এখনও হারের মুখ দেখতে হয়নি তাকে। গতরাতে ইপিএলের হাইভোল্টেজ ম্যাচে দুরন্ত ছন্দে থাকা এভারটনকে ২-০ গোলে হারিয়ে লীগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে টিমো ওয়ের্নার, কাই হাভার্টেজ, জর্জিনহোরা।
স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধের ৩১ মিনিটে বেন গডফ্রের আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৬৫ মিনিটে। পেনাল্টি থেকে গোল করে তুখলকে ২-০ গোলে এগিয়ে দিতে কোনো ভুল করেননি ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। শেষ পর্যন্ত এই স্কোরলাইন বজায় রাখে ব্লুজরা।
এদিন সম্পূর্ণ ম্যাচেই দাপট দেখায় আজপিলিকুয়েতারা। ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। শট নেয় মোট ১৯ টি। যার মধ্যে ৯ টি শট থাকে অন টার্গেটে, ৬ টি শট অফ টার্গেটে এবং ৪ টি শট ব্লক করে এভারটন। অন্যদিকে এভারটন মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখতে পেরেছে। রিচার্লিসনরা শট নিয়েছে ৭ টি, যার মধ্যে মাত্র ১ টি শট থাকে অন টার্গেটে বাকি ৪ টি শট অফ টার্গেটে এবং ২ টি শট ব্লক করে এভারটন।
গুরুত্বপূর্ণ জয় নিয়ে প্রিমিয়ার লীগে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। ছয় নম্বরে থাকা এভারটনের সংগ্রহ ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট। ২৮ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড়ে সবাইকে পেছনে ফেলেছে গার্দিওলার ম্যান সিটি। সিটিজেনদের সমসংখ্যক ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে ম্যান ইউনাইটেড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন