ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্লিং ব্রুট হলান্ড। গতকাল ক্রাভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষে গোল করার সাথে সাথেই আরও এক বড় নজির গড়লেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে হলান্ডের মোট গোলসংখ্যা দাঁড়াল ৫০। ১৯৩০-৩১ মরশুমে অ্যাস্টন ভিলার কিংবদন্তী টম ওয়ারিং সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ টি গোল করেছিলেন। তার দীর্ঘ ৯২ বছর পর এই কীর্তি গড়লেন হলান্ড।
রবিবার, ফুলহ্যামের বিপক্ষে খেলা শুরুর ৩ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন হলান্ড। তবে এই লীড বেশিক্ষণ ছিল না। ১৫ মিনিটেই সমতা পায় স্বাগতিকরা। ফুলহ্যামের হয়ে গোল করেন কার্লোস ভিনিসিয়াস। ৩৬ মিনিটে সিটির হয়ে জয়সূচক গোলটি করেন জুলিয়ান আলভারেজ।
গতকালের গোলটি চলতি প্রিমিয়ার লীগে হলান্ডের ৩৪ তম গোল। এই গোলের মধ্যে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এক মরশুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন হলান্ড। ১৯৯৩-৯৪ মরশুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেছিলেন কোল। পরের মৌসুমেই রেকর্ডটি ছুঁয়ে ফেলেন ইংলিশ গ্রেট শিয়ারার। এবার এই দুই কিংবদন্তীকে পেছনে ফেলে এককভাবে প্রিমিয়ার লীগের এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার দোরগোড়ায় হলান্ড। প্রিমিয়ার লীগে এখনও ছ'ম্যাচ হাতে রয়েছে সিটির। আর এক গোল করলেই রেকর্ড গড়বেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
ফুলহ্যামের বিপক্ষে জয় পাওয়ার সাথে সাথেই প্রিমিয়ার লীগের শীর্ষস্থানও দখল করে নিয়েছে ম্যান সিটি। ৩২ ম্যাচের শেষে গার্দিওলাদের পয়েন্ট ৭৬। ৩৩ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে মিকেল আর্তেটার আর্সেনাল। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন