শেষ পর্যায়ে এসে লাগাতার ধাক্কা খেয়ে চলেছে প্রিমিয়ার লীগের টেবিল টপার আর্সেনাল। প্রিমিয়ার লীগে এই নিয়ে টানা তিন ম্যাচ ড্র করলো মিকেল আর্তেটার দল। এখন তাদের শীর্ষস্থানও টলমল করছে। গতকাল সাউদাম্পটনের বিপক্ষে কোনোরকম ড্র করেছে গানার্সরা। ম্যাচের ফলাফল ৩-৩ ।
আর্সেনালের ঘরের মাঠ এমিরটসে শুক্রবার খেলা শুরুর ১৫ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। খেলার প্রথম মিনিটেই কার্লোস আলকারাজ গোল করে এগিয়ে দেন। এরপর ১৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন থিও ওয়ালকট।
প্রথমার্ধে একটি গোল পরিশোধ করেছিল আর্সেনাল। বুকায়ো সাকার ক্রস থেকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে ব্যবধান কমিয়েছিল গানার্সদের। এরপর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের মাথায় ফের গোল করে সাউদাম্পটন। এবার আর্সেনালের জালে বল জড়ালেন দুজে কালেটা কার।
ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল সাউদাম্পটন। ধরেই নেওয়া হয়েছিল এই ম্যাচ হারতে চলেছে মিকেল আর্তেটার দল। কিন্তু এরপরেই দু মিনিটের ব্যবধানে দুটি গোল পেয়ে যায় আর্সেনাল। ৮৮ মিনিটে মার্টিন ওডেগার্ড এবং ৯০ মিনিটে বুকায়ো সাকার গোলে সমতা পায় স্বাগতিকরা।
এই ম্যাচের পর ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। সিটির সামনে এবার সুযোগ এসে গেলো শিরোপা জয়ের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন