প্রিমিয়ার লীগে বড় ধাক্কা খেলো আর্সেনাল। চলতি মরশুমের বেশিরভাগ সময়ই লীগ টেবিলের শীর্ষে থাকা মিকেল আর্তেটার দল শেষ বেলায় এসে একের পর এক ম্যাচে হোঁচট খেয়ে চলেছে। শীর্ষস্থান টিকিয়ে রাখাটাই এখন চাপের হয়ে দাঁড়িয়েছে গানার্সদের। লিভারপুলের বিপক্ষে ড্র করার পর রবিবার লীগ টেবিলের পনেরো নম্বরে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষেও ড্র করেছে তারা। অন্যদিকে, রবিবার নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শেষ চারের আসন অনেকটাই মজবুত করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে গতকাল খেলা শুরুর সাথে সাথেই ২-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ৭ মিনিটের মাথায় বেঞ্জামিন হোয়াইটের পাস থেকে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। এর ঠিক তিন মিনিট বাদে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ক্রস থেকে গোল করেন মার্টিন ওডেগার্ড। শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত লীড ধরে রাখতে পারেনি আর্তেটার দল। ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ওয়েস্ট হ্যামের হয়ে ব্যবধান কমান সেইড বেনরেহাম। আর ৫৪ মিনিটের মাথায় সমতা এনে দেন জ্যারড বোয়েন।
আর্সেনাল অবশ্য এদিন জয় তুলে নিতে পারতো। ৫২ মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে সুবর্ণ সুযোগ পেয়েছিল তারা। তবে স্পট-কিক নিতে গিয়ে ব্যর্থ হন বুকায়ো সাকা।
একইদিনে, ম্যানচেস্টার ইউনাইটেড হারালো নটিংহ্যাম ফরেস্টকে। প্রথমার্ধের ৩২ মিনিটে ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে অ্যান্টনির বাড়ানো পাস থেকে শেষ গোলটি করেন পর্তুগীজ তারকা দিয়েগো ড্যালট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন