EPL: অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয় আর্সেনালের, চিন্তা বাড়লো রোনাল্ডোদের

আর্সেনালের এই জয়ে দুশ্চিন্তা বাড়লো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ চারে মরশুম শেষ করার রাস্তায় 'পথের কাঁটা' এখন মিকেল আর্তেটার গানার্সরা।
অ্যাস্টন ভিলার বিরুদ্ধে বিজয়ী আর্সেনাল
অ্যাস্টন ভিলার বিরুদ্ধে বিজয়ী আর্সেনালছবি আর্সেনাল এফসি-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিলো আর্সেনাল। চলতি মরশুমে এখনও পর্যন্ত ভালোই ফর্ম দেখিয়ে চলেছে মিকেল আর্তেটার দল। প্রিমিয়ার লীগে গত ম্যাচে লিভারপুলের কাছে হারলেও তার আগে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে গানার্সরা। এই ম্যাচে আবারও জয়ে ফিরলো। আর্সেনালের এই জয়ে দুশ্চিন্তা বাড়লো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ চারে মরশুম শেষ করার রাস্তায় 'পথের কাঁটা' এখন মিকেল আর্তেটার গানার্সরা।

বার্মিংহ্যামের ভিলা পার্কে এই ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়েছে সফরকারী দল আর্সেনাল। প্রথমার্ধের ৩০ মিনিটে ইংলিশ তরুণ মিডফিল্ডার বুকায়ো সাকার একমাত্র গোলে তিন পয়েন্ট অর্জন করে তারা। সম্পূর্ণ ম্যাচে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোল পায়নি আলেক্সান্ডার ল্যাকাটেজেরা।

প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা ম্যান সিটি এবং দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল বাকি প্রতিপক্ষদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে। শিরোপা জয়ের লড়াইয়ে সিটি ও লিভারপুলের চলছে কাঁটায় কাঁটায় টক্কর। তৃতীয় স্থানে থাকা টমাস টুখেলের চেলসিও রয়েছে ভালো জায়গায়। তবে চতুর্থ স্থান দখ নিয়ে লড়াই জারি রয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেডে, ওয়েস্টহ্যাম, টটেনহ্যামের মধ্যে। বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে গানার্সরা।

ইপিএলের পয়েন্ট তালিকায় ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। পঞ্চম স্থানে থাকা রালফ রায়নিকের ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৯ ম্যাচে ৫০। ষষ্ঠ স্থানে ওয়েস্টহ্যাম রয়েছে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে। ২৮ ম্যাচে ওয়েস্টহ্যামের সমান পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে টটেনহ্যাম। শীর্ষে থাকা গার্দিওলার ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টমাস টুখেলের চেলসি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in