EPL : ব্রাইটনের কাছে হেরে শিরোপা জয়ের আশা কার্যত শেষ হয়ে গেলো আর্সেনালের

শিরোপা জয়ের লড়াইয়ে এখনও যদিও পুরোপুরি ছিটকে যায়নি আর্সেনাল। তবে, বড় অঘটন না ঘটলে এবার ফের প্রিমিয়ার লীগের শিরোপা উঠতে চলেছে সিটির হাতে। আর্সেনালের বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।
EPL : ব্রাইটনের কাছে হেরে শিরোপা জয়ের আশা কার্যত শেষ হয়ে গেলো আর্সেনালের
ছবি - ট্যুইটার
Published on

শিরোপা জয়ের আশা কার্যত শেষ হয়ে গেলো আর্সেনালের। রবিবার রাতে নিজেদের ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরেছে মিকেল আর্তেটার দল। এই হারের সাথে সাথেই ম্যান সিটির হাতে একপ্রকার শিরোপা তুলেই দিল গানার্সরা।

২৯ ম্যাচ শেষে সিটির চেয়ে আট পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছিল মিকেল আর্তেটার দল। এরপরেই ঘটে ছন্দপতন। টানা তিন ম্যাচে লিভারপুল, ওয়েস্ট হ্যাম এবং সাউদাম্পটনের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারায় গানার্সরা। পরের ম্যাচে সিটির কাছে হারে। চেলসি এবং নিউক্যাসলের বিপক্ষে জিতলেও, গতকাল ফের হারের মুখ দেখতে হয় বুকায়ো সাকাদের।

মরশুমের শুরু থেকেই দাপট দেখিয়ে আসা আর্সেনাল, শেষ পর্যায়ে এসে বিপর্যস্ত হয়ে পড়লো। বর্তমানে ম্যান সিটির থেকে চার পয়েন্ট পিছিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ৩৬ ম্যাচে তাদের পয়েন্ট ৮১। শীর্ষে থাকা ম্যান সিটির পয়েন্ট ৩৫ ম্যাচে ৮৫। প্রিমিয়ার লীগে সিটির আর তিনটি ম্যাচ রয়েছে যথাক্রমে চেলসি, ব্রাইটন এবং বেন্টফোর্ডের বিপক্ষে। আর্সেনালের বাকি দুই ম্যাচ রয়েছে নটিংহ্যাম ফরেস্ট এবং উলভারহ্যাম্পটনের বিপক্ষে।

শিরোপা জয়ের লড়াইয়ে এখনও যদিও পুরোপুরি ছিটকে যায়নি আর্সেনাল। তবে, বড় অঘটন না ঘটলে এবার ফের প্রিমিয়ার লীগের শিরোপা উঠতে চলেছে সিটির হাতে। আর্সেনালের বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সিটি শেষ তিন ম্যাচের একটিতে জিতলেই নিশ্চিত করবে শিরোপা।

গতকালের ম্যাচের কথায় এলে, এমিরটস স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আর্সেনালের জালে তিন গোল জড়ায় ব্রাইটন। ম্যাচের ৫১ মিনিটে ব্রাইটনের প্যারাগুইয়ান তারকা এনসিসো গোল করেন। ৮৬ মিনিটে দ্বিতীয় গোলটি আসে ডেনিজ উনদাভের পা থেকে। শেষে যোগ করা ইনজুরি সময়ে তৃতীয় গোলটি করেন পেরভিস এস্টুপিনান।

EPL : ব্রাইটনের কাছে হেরে শিরোপা জয়ের আশা কার্যত শেষ হয়ে গেলো আর্সেনালের
EPL: ওয়েস্ট হ্যামের কাছে হারলো ম্যান ইউ, নিউক্যাসলকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল আর্সেনাল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in