সাউদাম্পটনকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে ফিরলো চেলসি। উয়েফা চ্যাম্পিয়নস লীগের হারের ধাক্কা কাটিয়ে সেন্ট মেরিজ স্টেডিয়ামে স্বাগতিক সাউদাম্পটনকে হাফ ডোজন গোল খাওয়ালো টমাস টুখেলের দল। শনিবার চেলসির গোল উৎসবের রাতে এভারটনের বিপক্ষে হেরে বড় ধাক্কা খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনের কাছে হারের মুখ দেখলো আর্সেনালও।
সাউদাম্পটনের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে চেলসি। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ৪-০ গোলে। ম্যাচের ৮ মিনিটে ব্লুজদের হয়ে প্রথম গোলের মুখ খোলেন মার্কোস অলনসো। ১৬ মিনিটে দ্বিতীয় গোলটি আসে ম্যাসন মাউন্টের পা থেকে। ২১ মিনিটে তৃতীয় গোলটি করেন টিমো ওয়ের্নার। ৩১ মিনিটের মাথায় চতুর্থ গোলটি করেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই টিমো ওয়ের্নার নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোলটি করে সাউদাম্পটনকে কোণঠাসা করে দেন। এই গোলের ঠিক পাঁচ মিনিট বাদেই সাউদাম্পটনের জালে ষষ্ঠ গোলটি জড়িয়ে দেন মাউন্ট।
চেলসির মাঠে নামার আগেই এদিন গডিসন পার্কে এভারটনের কাছে হারের মুখ দেখতে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেডকে। ২৭ মিনিটে অ্যান্থনি জর্ডনের একমাত্র গোলেই জয়ের মুখ দেখে ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের দল।
অন্যদিকে ব্রাইটনের কাছে ২-১ গোলে হারতে হলো আর্সেনালকে। ব্রাইটনের হয়ে ২৮ মিনিটে প্রথম গোলটি করেন লিঁয়াদ্রো ট্রসার্ড। ৬৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন এনক। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তে গানার্সদের হয়ে একটিমাত্র গোল করেন মার্টিন ওডেগার্ড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন