প্রিমিয়ার লীগে গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পারের ম্যাচ শেষ হয়েছে ২-২ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে। গতরাতে চেলসি বনাম উলভসের ম্যাচের ফলাফলও ড্র। শিরোপা জয়ের লড়াইয়ে থাকা চেলসি ও লিভারপুল ড্র করায় সুবিধা হলো ম্যানচেস্টার সিটির। নিউক্যাসেল ইউনাইটেডকে রবিবার ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছেন পেপ গার্দিওলারা।
লন্ডনে এদিন প্রথমার্ধের ১৩ মিনিটেই হ্যারি কেনের গোলে এগিয়ে যায় স্পার্সরা। ৩৫ মিনিটে দিয়েগো জোটার গোলে সমতা ফিরে পায় ক্লপের দল। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে অ্যান্ড্রু রবার্টসন লিভারপুলকে এগিয়ে দেন। ৭৪ মিনিটে আবার হিউং মিন সনের গোলে সমতা ফিরে পেয়ে যায় টটেনহ্যাম। ম্যাচের ৭৭ মিনিটে লাল কার্ড দেখে আবার মাঠ ছাড়েন লিভারপুলের অ্যান্ড্রু রবার্টসন। দশজনের ক্লপের দল আর গোলের দেখা পায়নি। ম্যাচ শেষ হয়েছে ২-২ ব্যবধানে ড্রয়ের মাধ্যমেই।
উলভারহ্যাম্পটনের ঘরের মাঠে রবিবার বড় ধাক্কা খেলো টমাস টুখেলের চেলসি। এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের। সম্পূর্ণ ম্যাচে কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি। গোলশূন্য ড্র-তেই শেষ হয়েছে ম্যাচ।
ইপিএলের লীগ টেবিলের শীর্ষে থাকা ম্যান সিটি তাদের স্থান আরও মজবুত করেছে গতকাল। নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে তারা। স্কাই ব্লুজদের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন যথাক্রমে রুবেন দিয়াজ, জোয়াও ক্যান্সেলো, রিয়াদ মাহরেজ এবং রহিম স্টার্লিং ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন