EPL: চেলসি-ম্যান সিটি- লিভারপুলের জয়ে জমে উঠেছে প্রিমিয়ার লীগের মরশুম

শীর্ষে থাকা এই তিন দল জমিয়ে রেখেছে প্রিমিয়ার লীগের মরশুম। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। সমসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি এবং ৩১ পয়েন্ট নিয়ে লিভারপুল।
EPL: চেলসি-ম্যান সিটি- লিভারপুলের জয়ে জমে উঠেছে প্রিমিয়ার লীগের মরশুম
ছবি লিভারপুলের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মার্সিসাইড ডার্বিতে গোল উৎসবে মাতলো অল রেডসরা। রাফায়েল বেনিতেজের এভারটনকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। ইপিএলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে এভারটনকে কার্যত পাত্তাই দেননি য়ুর্গেন ক্লপের ছাত্ররা। অন্যদিকে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা চেলসিও ওয়াটফোর্ডকে হারিয়েছে ২-১ গোলে। চেলসি ম্যান সিটি-লিভারপুলের লড়াই ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠতে শুরু করেছে। শীর্ষে থাকা এই তিন দল জমিয়ে রেখেছে প্রিমিয়ার লীগের মরশুম। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। সমসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি এবং ৩১ পয়েন্ট নিয়ে লিভারপুল।

বুধবার রাতে মার্সিসাইড ডার্বিতে খেলা শুরুর ৯ মিনিটেই অধিনায়ক জর্ডান হেন্ডারসনের গোলে এগিয়ে যায় লিভারপুল। প্রথম গোলের ঠিক দশ মিনিট বাদেই ১৯ মিনিটের মাথায় হেন্ডারসনের পাস থেকে অনবদ্য এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মহম্মদ সালহা। ৩৮ মিনিটে ডিমেরাই গ্রে একটি গোল করে এভারটনের হয়ে ব্যবধান কমান। তবে দ্বিতীয়ার্ধে লিভারপুলের সামনে আর ঘুরে দাঁড়াতেই পারেনি এভারটন। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং লিভারপুলের হয়ে তৃতীয় গোলটি করেন মহম্মদ সালহা। ৭৯ মিনিটে শেষ গোলটি করে দলকে বড় জয় এনে দেন দিয়েগো জোটা।

অ্যাস্টন ভিলার ঘরের মাঠেই প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় স্কাই ব্লুজরা। ম্যাচের ২৭ মিনিটে রহিম স্টার্লিংএর পাস থেকে গোল করে সিটিজেনদের এগিয়ে দেন রুবেন দিয়াজ। ৪৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন বার্নার্ডো সিলভা। দুই পর্তুগীজ তারকার গোলে জয় তুলে নেয় গার্দিওলার ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা ফিরে পাওয়া হয়নি তাদের।

অন্যদিকে শীর্ষস্থান বজায় থাকার লড়াইয়ে ২-১ গোলে ওয়াটফোর্ডকে হারিয়েছে চেলসি। গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধের ২৯ মিনিটে কাই হাভার্টেজের ক্রস থেকে ম্যাসন মাউন্টের গোলে এগিয়ে যায় ব্লুজরা। তবে ৪৩ মিনিটে এমানুয়েল ডেনিসের গোলে সমতা ফিরে পায় ওয়াটফোর্ড। দ্বিতীয়ার্ধে টান টান উত্তেজনায় ম্যাচ চললেও ৭২ মিনিটে ম্যাসন মাউন্টের পাস থেকে হাকিম জিয়েচের গোলে জয় তুলে নেয় ব্লুজরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in