ক্লাবের দুর্দিনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ফুটবল ক্লাব চেলসি। রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় এলেও তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই টুখেলের। কারণ তাঁরা কাঙ্খিত তিন পয়েন্ট পকেটে পুরে নিয়েছেন। অন্যদিকে ইপিএলের এক বড় ক্লাব এভারটন চলতি মরশুমে একদম কোণঠাসা হয়ে পড়েছে। পয়েন্ট তালিকার সামনের দিকে থাকা দলটি রেলিগেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ফ্র্যাঙ্ক ল্যামপার্ডের জন্য যা একদমই স্বস্তির কারণ নয়।
স্ট্যামফোর্ড ব্রিজে টুখেলের চেলসি রবিবার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা পাচ্ছিলো না। প্রথমার্ধ কাটে গোলশূন্য ভাবেই। দ্বিতীয়ার্ধে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেও গোল আসছিলো না। ম্যাচের বয়স যখন ৮৯ মিনিট, অর্থাৎ নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে এসে গোল জর্জিনহোর পাস থেকে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন কাই হাভার্টেজ।
অন্যদিকে, গডিসন পার্কে এভারটন আরও একটি হারের মুখ দেখলো। ম্যাচের ৪৯ মিনিটে কোনোর কোডেই গোল করে এগিয়ে দেন উলভারহ্যাম্পটনকে। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর আবার জনজে কেন্নি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর দশ জনের ল্যামপার্ডের দল আর সমতা ফিরে পেতে পারেনি।
২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি এবং ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ২৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে উলভারহ্যাম্পটন রয়েছে সপ্তম স্থানে। ২৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে রয়েছে এভারটন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন