EPL: টটেনহ্যামের কাছে ১-০ গোলে হেরে মরশুম শুরু গার্দিওলার সিটিজেনদের

সম্পূর্ণ ম্যাচ জুড়ে টটেনহ্যামের থেকে বেশি দাপট দেখায় ম্যান সিটিই। কিন্তু অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি রহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজরা।
হিউং-মিন সন কে ঘিরে উচ্ছ্বাস
হিউং-মিন সন কে ঘিরে উচ্ছ্বাসছবি টটেনহ্যাম-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

জয় দিয়ে ইপিএলের অভিযান শুরু করতে পারলো না ম্যানচেস্টার সিটি। লীগের প্রথম ম্যাচে স্পার্সদের কাছে ১-০ গোলে হারতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। পেপ গার্দিওলাদের জালে টটেনহ্যামের হয়ে এই ম্যাচে জয়সূচক বলটি জড়ান এশিয়ান সুপারস্টার হিউং-মিন সন।

সম্পূর্ণ ম্যাচ জুড়ে টটেনহ্যামের থেকে বেশি দাপট দেখায় ম্যান সিটিই। কিন্তু অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি রহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজরা। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে স্টিভেন বারঘুইনের বাড়ানো পাস থেকে উল্টে সিটিজেনদের জালে বল জড়ান হিউং-মিন সন। আর শেষ পর্যন্ত এই গোলটিই টটেনহ্যাম হটস্পারকে এনে দেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। ঘরের মাঠে ইপিএলের সূচনাটা ভালোই করলো স্পার্সরা।

গত মরশুমে ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লীগ জিতেছিলো ম্যান সিটি। দ্বিতীয় স্থানে শেষ করা ম্যান ইউনাইটেডের থেকে ১২ পয়েন্ট এগিয়ে ছিলো কেভিন ডি ব্রুইনরা। ২৭ টি ম্যাচ তারা জিতেছিলো এবং ড্র করেছিলো ৫ টি ম্যাচ। এই মরশুমের শুরুটা ভালো না হলেও পরের ম্যাচ গুলোতে চেনা ছন্দ ফিরে পাওয়ার আশায় থাকবেন গার্দিওলা ও তাঁর শিষ্যরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in