EPL: অভিষেকেই জোড়া গোল হলান্ডের, জয় দিয়ে মরশুম শুরু ম্যান সিটির

সিটি জয় পেলেও প্রতিবেশী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচেই হারের মুখ দেখলো। ব্রাইটনের কাছে ২-১ গোলে হারলো রেড ডেভিলসরা।
গোলের পর উচ্ছ্বাস হলান্ডের
গোলের পর উচ্ছ্বাস হলান্ডেরছবি সৌজন্যে টুইটার
Published on

জয় দিয়েই প্রিমিয়ার লীগের নতুন মরশুম শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে আর্লিং হলান্ডের জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে স্কাই ব্লুজরা। সার্জিও আগুয়েরোর পর দ্বিতীয় ম্যান সিটি খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লীগ অভিষেকেই গোল করে নজির গড়লেন হলান্ড। সিটি জয় পেলেও প্রতিবেশী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচেই হারের মুখ দেখলো। ব্রাইটনের কাছে ২-১ গোলে হারলো রেড ডেভিলসরা।

লন্ডন স্টেডিয়ামে ২০২২-২৩ প্রিমিয়ার লীগ মরশুমে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামকে ২-০ গোলে হারায় ম্যান সিটি। এবছরই জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে গার্দিওলার সিটিতে যোগ দিয়েছেন আর্লিং হলান্ড। এদিন ৩৬ মিনিটে পেনাল্টি থেকে প্রিমিয়ার লীগ এবং সিটির হয়ে অভিষেক ম্যাচেই প্রথম গোলটি পেয়ে যান নরওয়ের এই স্ট্রাইকার। প্রথমার্ধে গার্দিওলাদের এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ডই। শেষ পর্যন্ত ২-০ গোলের লীড ধরে রেখে জয় তুলে নেয় সিটিজেনরা।

অন্যদিকে রোনাল্ডো বিহীন ম্যান ইউনাইটেড ব্রাইটনের কাছে ২-১ গোলে হারলো। অ্যাজাক্স আমস্টারডামের প্রাক্তন কোচ এরিক টেন হ্যাগের প্রিমিয়ার লীগের সূচনাটা ভালো হলো না। এদিন প্রথমার্ধেই জার্মান মিডফিল্ডার পাস্কাল গ্রবের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাইটন। ম্যাচের ৩০ মিনিটে এবং ৩৯ মিনিটে গোল আসে পাস্কালের পা থেকে। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে অ্যালেক্সিস অ্যালিস্টারের আত্মঘাতী গোলে ইউনাইটেড ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা ফিরে পাওয়া হয়নি হ্যারি ম্যাগুইয়ারদের।

গতকাল জয় দিয়ে মরশুম শুরু করেছে চেলসিও। পেনাল্টি থেকে করা জর্জিনহোর একমাত্র গোলে এভারটনকে হারিয়েছে ব্লুজরা। একইদিনে ফুলহ্যামের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে লিভারপুল। ফুলহ্যামের হয়ে জোড়া গোল করেছেন আলেক্সান্ডার মিত্রভিচ। লিভারপুলের হয়ে একটি করে গোল করেছেন যথাক্রমে ডারউইন নুনেজ এবং মহম্মদ সালাহ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in