ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকলো ওল্ড ট্র্যাফোর্ড। দেশ ও ক্লাবের জার্সিতে পৃথিবীর একমাত্র ফুটবলার হিসেবে ৮০০ গোলের নজির গড়লেন পর্তুগালের ৩৬ বছরের 'বুড়ো' রোনাল্ডো। গানার্সদের ৩-২ গোলে হারিয়ে স্বস্তির জয় তুলে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। টানা ১৫ ম্যাচ গোলশূন্য থাকার পর গোলের দেখা পেলেন ব্রুনো ফার্নান্দেজও। দুই পর্তুগীজ মহাতারকার সৌজন্যে মাইকেল ক্যারিফ অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেড ডেভিলদের হয়ে শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখলেন।
সোলশার ব্যর্থতা নিয়ে মাঝপথেই দায়িত্ব ছেড়েছেন। রেড ডেভিলরা বেশ কয়েকটি ম্যাচে হারের ধাক্কা খেয়েছে। রোনাল্ডোকেও কম কথা শুনতে হয়নি। তবে সিআর সেভেন ফুরিয়ে যাওয়ার নয়। কেরিয়ারের শেষ পর্যায়ে এসেও তিনি যেনো চির তরুণ। গতরাতের ম্যাচই সে সব কথা বলে যায়। গতরাতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মাইকেল ক্যারিফও। সোলশার চলে যাওয়ার পর তিন ম্যাচের দায়িত্ব পালন করে অপরাজিত রেখেছেন দলকে। রবিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে গেগেনপ্রেসিং-এর গডফাদার র্যালফ রানিয়েকের অধীনে মাঠে নামছেন রোনাল্ডোরা। যেই রানিয়েকের ফর্মুলা নিয়ে ইউরোপে দাপট দেখাচ্ছেন য়ুর্গেন ক্লপ, টমাস টুখেলেরা।
বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালকে থামিয়ে দেওয়ার লড়াইটা সহজ ছিলো না। প্রথমার্ধের ১৩ মিনিটেই ফ্রেডের ভুলে এমিল স্মিথ রো ম্যান ইউর জালে বল জড়িয়ে দেন। শুরুতেই পিছিয়ে পড়েন রোনাল্ডোরা। অবশ্য প্রথমার্ধ শেষের আগের মুহূর্তে ফ্রেডের বাড়ানো পাসকেই কাজে লাগিয়ে দলকে সমতা এনে দেন পর্তুগীজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ম্যাচের বয়স তখন ৫২ মিনিট। এই সময় এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। র্যাশফোর্ডের দেওয়া বল বক্সের একদম মাঝে পেয়ে র্যামসডেলকে ফাঁকি দিয়ে আর্সেনালের জালে বল জড়ালেন রোনাল্ডো। স্বস্তির উদযাপন করে নিজের গড়া ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোলের মহাকাব্য রচনা করলেন তিনি।
যদিও রোনাল্ডো এগিয়ে দেওয়ার দু মিনিট পরেই গ্যাব্রিয়েল মার্তেনেল্লির পাস থেকে গানার্সদের সমতা এনে দেন মার্টিন ওডেগার্ড। তবে ওডেগার্ডের ভুলেই আবার পেনাল্টি উপহার পেয়ে যায় ম্যান ইউ। ৭০ মিনিটে পেনাল্টি থেকে ৮০১* তম গোলটি করে ম্যান ইউ ও ক্যারিফকে স্বস্তির জয় উপহার দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন