পিছিয়ে পড়েও সাউদাম্পটনের বিপক্ষে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে লিভারপুল। যার ফলে প্রিমিয়ার লীগের শিরোপা কার হাতে উঠবে তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত।
ম্যান সিটি এবং লিভারপুল দুই দলেরই হাতে রয়েছে আর একটি করে ম্যাচ। ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গার্দিওলার সিটি এবং ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। সাউদাম্পটনের ঘরের মাঠ সেন্ট মেরিজ স্টেডিয়ামে সফরকারী লিভারপুল ১৩ মিনিটেই পিছিয়ে পড়েছিলো। নাথান টেলার ক্রস থেকে গোল করে সাউদাম্পটনকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন নাথান রেডমন্ড।
গতরাতে লিভারপুল হারলেই শিরোপা নিশ্চিত করতে ফেলতেন গার্দিওলারা। তবে দুরন্ত ছন্দে থাকা লিভারপুল বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। ২৭ মিনিটেই তাকুমি মিনামিনোর গোলে সমতা ফিরে পায় তারা।
প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে। দ্বিতীয়ার্ধে দুই দলই সেয়ানে সেয়ানে টক্কর চালিয়ে যায়। তবে ৬৭ মিনিটের মাথায় প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় সাউদাম্পটন। ক্যামেরুনের ৩০ বর্ষীয় ডিফেন্ডার জোয়েল মাতিপ বল জড়িয়ে দেন সাউদাম্পটনের জালে।
শেষ পর্যন্ত এই লীড ধরে রেখে এই টুর্নামেন্টে নিজেদের শেষ দিন পর্যন্ত শিরোপা জয়ের লড়াই জারি রাখে অলরেডসরা। আগামী ২২ তারিখ উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। অন্যদিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে একইদিনে খেলবে সিটি। সেদিনই নিশ্চিত হয়ে যাবে, কোন দলের হাতে উঠবে শিরোপা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন