প্রিমিয়ার লীগে দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না লিভারপুলের। চলতি মরশুমে শীর্ষ চারে থাকার রাস্তা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে রিয়েলের কাছে হেরেছে য়ুর্গেন ক্লপরা। তারপর প্রিমিয়ার লীগেও বড় ধাক্কা এলো নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডেই। ইনজুরি টাইমে গোল হজম করে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে পয়েন্ট খোয়ালো তারা। লিভারপুল বনাম নিউক্যাসেলের ম্যাচ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে।
অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। অল রেডসদের হয়ে ম্যাচের ৩ মিনিটেই গোল করেন মহম্মদ সালহা। চলতি মরশুমে এটি সালহার লীগের ২০ তম গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ভিন্ন মরশুমে ২০ গোল করার রেকর্ড গড়লেন তিনি।
শুরুতে এগিয়ে গেলেও বাকি নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা পায়নি য়ুর্গেন ক্লপের ছেলেরা। শেষে ইনজুরি সময়ে ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে অলরেডসদের হতাশ করে গোল করেন জোসেফ উইলক। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে নিউক্যাসেলের এই গোলের সাথে সাথেই পয়েন্ট খোয়াতে হয়।
বর্তমানে প্রিমিয়ার লীগের লীগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে লিভারপুল। তারা খেলেছে ৩৩ টি ম্যাচ। যার মধ্যে ১৫ টি ম্যাচ তারা জিতেছে, ৯ টি ম্যাচ ড্র করেছে এবং ৯ টি ম্যাচে হেরেছে। বর্তমানে লীগ টেবিলের শীর্ষে রয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৭৭। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান ইউনাইটেড এবং সমসংখ্যক ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিসেস্টার সিটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন