EPL: ওয়েস্ট হ্যামকে হারিয়ে ম্যান ইউর জয়, সাউদাম্পটনের কাছে পয়েন্ট খোয়ালো ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির টানা ১২ ম্যাচের বিজয়রথ থামালো সাউদাম্পটন। সাউদাম্পটনের ঘরের মাঠে পেপ গার্দিওলার দলকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যামছবি ম্যানচেস্টার ইউনাইটেড-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার সিটির টানা ১২ ম্যাচের বিজয়রথ থামালো সাউদাম্পটন। সাউদাম্পটনের ঘরের মাঠে পেপ গার্দিওলার দলকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ম্যান সিটি বনাম সাউদাম্পটনের ম্যাচের ফলাফল ১-১। ইপিএলের অন্য ম্যাচে মার্কাস র‌্যাশফোর্ডের শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হ্যামকে ঘরের মাঠে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সাউদাম্পটনের সেন্ট মেরিজ স্টেডিয়ামে গতরাতে প্রথমার্ধের ৭ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। নাথান রেডমন্ডের পাস থেকে গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন কাইল ওয়াকার-পিটার্স। পিছিয়ে পড়ার পর গার্দিওলারা দ্বিতীয়ার্ধে সমতা ফিরে পায়। ৬৫ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে গোল করে স্কাই ব্লুজদের সমতা এনে দেন ২৭ বর্ষীয় স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে। শেষ পর্যন্ত লড়াই করেও আর গোলের দেখা পায়নি ম্যান সিটি।

অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর যোগ করা ইনজুরি সময়ের একদম শেষ মুহূর্তে ইউনাইটেডকে জয় এনে দেন মার্কাস র‌্যাশফোর্ড। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তেই এডিনসন কাভানির পাস থেকে রালফ রায়নিককে জয় এনে দেন ২৪ বর্ষীয় ইংলিশ মিডফিল্ডার।

ওয়েস্ট হ্যামকে হারিয়ে লীগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যান ইউনাইটেড। ২২ ম্যাচের শেষে রোনাল্ডোদের পয়েন্ট ৩৮। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট হ্যাম। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ওয়েস্ট হ্যাম
ISL 2021-22: নর্থইস্টকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এলো চেন্নাইয়ান এফসি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in