প্রিমিয়ার লীগে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ চার ম্যাচে থাকলো অপরাজিত। রালফ রায়নিকের হাত ধরে টানা দ্বিতীয় ম্যাচে জয় এলো রেড ডেভিলদের। গতরাতে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে ম্যান ইউর হয়ে জয়সূচক গোলটি করেন পর্তুগীজ সেনসেশন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাঙ্খিত জয় তুলে নিয়ে লীগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছেন রোনাল্ডোরা। রাউন্ড ১৬-এর শেষে ম্যান ইউর পয়েন্ট ২৭।
ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যান্য ম্যাচে গতরাতে জয় তুলে নিয়েছে চেলসি, লিভারপুল, আর্সেনালরা। ম্যান সিটি কষ্টার্জিত জয় তুলে নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে। লিভারপুল ও চেলসি জয় তুলে নিয়ে পেপ গার্দিওলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। গানার্সরা রয়েছে লীগ টেবিলের ষষ্ঠ স্থানে। ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যান সিটির থেকে এক পয়েন্ট দূরে রয়েছে ক্লপের লিভারপুল এবং দু পয়েন্ট দূরে রয়েছে টুখেলের চেলসি।
অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয় তুলে নিতে বেশ কসরত করতে হয়েছে অল রেডসদের। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন ইজিপ্ট মহাতারকা মহম্মদ সালহা।
অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজের উত্তেজনাপূর্ণ ম্যাচে লীডস ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। ঘরের মাঠে ২৮ মিনিটের মাথায় রাফিনহার পেনাল্টি থেকে করা গোলে পিছিয়ে পড়ার পর ৪২ মিনিটে ম্যাসন মাউন্টের গোলে সমতা ফিরে পায় ব্লুজরা। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন জর্জিনহো। ৮৩ মিনিটে আবার গেলহার্ডট লীডসকে এনে দেন সমতা। খেলা শেষের অন্তিম লগ্নে জর্জিনহোর দ্বিতীয় পেনাল্টি থেকে জয়ের দেখা পান টুখেল।
এমিরেটস স্টেডিয়ামে অবশ্য গানার্সদের কাছে পাত্তাই পায়নি সাউদাম্পটন। প্রথমার্ধে আলেক্সান্ডার ল্যাকাটেজ এবং মার্টিন ওডেগার্ডের গোলের পর দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল ম্যাগালহেসের গোলে ৩-০ ব্যবধানে সাউদাম্পটনকে হারিয়েছে আর্সেনাল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন