EPL: ছন্দে ফিরেছে ম্যান ইউ, লিভারপুলের পর এবার সাউদাম্পটনকে হারালো রেড ডেভিলরা

সাউদাম্পটনের বিপক্ষে অপরিবর্তিত একাদশই মাঠে নামান এরিক টেন হ্যাগ। বেঞ্চে রাখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রিয়াল মাদ্রিদ থেকে ম্যান ইউতে সদ্য পা রাখা কার্লোস ক্যাসিমিরোকে।
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সাউদাম্পটন
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সাউদাম্পটনছবি সৌজন্যে ম্যানচেস্টার ইউনাইটেড ট্যুইটার হ্যান্ডেল
Published on

প্রথম দুই ম্যাচে হারের পর ছন্দে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ম্যাচে লিভারপুলকে হারানোর পর ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার সাউদাম্পটনের বিপক্ষেও জয় তুলে নিলো রেড ডেভিলরা। ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে সাউদাম্পটনের ঘরের মাঠে জয় এলো এরিক টেন হ্যাগদের। চলতি বছরে ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম কোনো অ্যাওয়ে ম্যাচে জয় পেলো ম্যান ইউ। পাশাপাশি, এদিন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ইপিএলে অভিষেক ঘটালেন পাঁচটি চ্যাম্পিয়নস লীগ জয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার কার্লোস ক্যাসিমিরো।

সাউদাম্পটনের বিপক্ষে অপরিবর্তিত একাদশই মাঠে নামান এরিক টেন হ্যাগ। বেঞ্চে রাখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রিয়াল মাদ্রিদ থেকে ম্যান ইউতে সদ্য পা রাখা কার্লোস ক্যাসিমিরোকে। শুরু থেকেই এদিন নিজেদের গুছিয়ে নিয়ে বেশ আক্রমণমুখী ফুটবল খেলে ম্যান ইউ। পাল্টা আক্রমণ করে সাউদাম্পটনও। তবে প্রথম হাফে দুই পক্ষই গোলের দেখা পায়নি। পাল্লা ভারী থাকে রেড ডেভিলদেরই।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দশ মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় সফরকারীরা। দিয়েগো ড্যালোটের ক্রস থেকে ৫৫ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন স্বয়ং অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগীজ মিডফিল্ডারের এই লীড শেষ পর্যন্ত ধরে রেখেই জয় অর্জন করে ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিন ৬৮ মিনিটের মাথায় জ্যাডন স্যাঞ্চোর বদলি হিসেবে এরিক টেন হ্যাগ মাঠে নামান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ২২ মিনিট মাঠে থাকলেও ফিকেই লাগে তাঁকে। পাশাপাশি ৮০ মিনিটের মাথায় অ্যান্থনি এলেঙ্গার বদলি হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেক ঘটিয়ে ফেললেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরো।

সবমিলিয়ে দুই অর্ধ মিলিয়ে একটির বেশি গোল না করতে পারলেও দাপট দেখিয়েছে ম্যান ইউ। শতকরা ৫২ ভাগ বল নিজেদের অধীনে রেখেছেন ব্রুনো ফার্নান্দেজরা। গোলমুখী শট মেরেছেন ৬ টি। চলতি মরশুমের প্রথম দুই ম্যাচে ব্রাইটনের কাছে ১-২ গোলে এবং ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ গোলে হারের পর টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ম্যান ইউ। রেড ডেভিলদের পরবর্তী ম্যাচ রয়েছে ২ সেপ্টেম্বর, লেস্টার সিটির বিপক্ষে।

ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সাউদাম্পটন
EPL: স্যাঞ্চো-র‌্যাশফোর্ডের গোলে লিভারপুলকে হারিয়ে চলতি মরশুমের প্রথম জয় ম্যান ইউনাইটেডের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in