পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতে নিলেন 'ইউরো ২০২০'-এর গোল্ডেন বুট। ইংল্যান্ড বা ইতালির কেউই রোনাল্ডোর গোল সংখ্যা অতিক্রম করতে পারলেন না। পাঁচটি গোল এবং একটি অ্যাসিস্টের মাধ্যমে 'ইউরো ২০২০'-এর টপ স্কোরার সি আর সেভেন।
রোনাল্ডোর সমান এই প্রতিযোগিতায় পাঁচটি গোল করেছেন প্যাট্রিক সিকও। তবে চেক প্রজাতন্ত্রের এই ফুটবলারের কোনো অ্যাসিস্ট নেই। তাই সমান সংখ্যক গোল হলেও অ্যাসিস্টের দৌলতে রোনাল্ডো জিতেনিলেন গোল্ডেন বুট।
পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এবারের ইউরোতে চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। কারণ বেলজিয়ামের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে তাঁর দেশ। এই চার ম্যাচের মধ্যে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পাঁচটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। হাঙ্গেরীর বিপক্ষে জোড়া গোল, ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল এবং জার্মানির বিপক্ষে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট।
বর্তমানে ইউরোতে সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোই। ইউরোপীয়ন চ্যাম্পিয়নশীপে ১৪ টি গোল রয়েছে তাঁর। এছাড়াও সবচেয়ে বেশি পাঁচটি ইউরো টুর্নামেন্ট খেলার নজিরও গড়েছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে তিনি ইরানের আলি দাইয়ের সাথে যৌথভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রোনাল্ডোর আন্তর্জাতিক গোল সংখ্যা ১০৯ টি।
গতরাতে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য শিরোপা জিতে নেয় ইতালি। টাইব্রেকারে দুটি সেভ করে সিংহ গর্জন থামালো আজ্জুরিদের গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা। টুর্নামেন্টের সেরা হয়েছেন ডোন্নারুমা-ই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন