রবিবার মধ্যরাতে ২০২৪ ইউরো কাপের ফাইনাল। মুখোমুখি হবে ইংল্যান্ড এবং স্পেন। নিজেদের চতুর্থ ইউরো জেতার জন্য নামছে স্পেন। অন্যদিকে প্রথম ইউরো কাপ চ্যাম্পিয়ন হতে মরিয়া বেলিংহামরা। তার আগে দেখে নেওয়া যাক গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন দলের জন্য কত আর্থিক পুরস্কার দেবে উয়েফা -
গত ইউরো কাপে মতো চলতি ইউরো কাপেও মোট ৩৩১ মিলিয়ন ইউরোর পুরস্কার ঘোষণা করেছে উয়েফা। এই অর্থ যোগ্যতা অনুযায়ী ২৪ দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
গ্রুপ স্টেজের প্রতিটি দলকে দেওয়া হবে ৯.২৫ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় হিসাব করলে ৮৪.৩৭ কোটি টাকার কাছাকাছি। পাশাপাশি গ্রুপ পর্যায়ে প্রতিটি জয়ের জন্য বিজয়ী দলকে দেওয়া হবে ১ মিলিয়ন ইউরো করে। ড্র করলে ১ মিলিয়ন ইউরো দুই দলকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।
শেষ ১৬ তে অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১.৫ মিলিয়ন ইউরো। কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়া দলগুলির জন্য ২.৫ মিলিয়ন ইউরো ধার্য করা হয়েছে। শেষ চারে ওঠা দলগুলি পাবে ৪ মিলিয়ন ইউরো।
ফাইনালে রানার্স দলের জন্য ধার্য করা হয়েছে ৫ মিলিয়ন ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৫.৫০ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৯ মিলিয়ন ইউরো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন