গত মরশুমে এএস রোমাকে উয়েফা কনফারেন্স লীগ জিতিয়েছিলেন হোসে মরিনহো। এবার ইউরোপা লীগের ফাইনালের পথে ইতালিয়ান ক্লাবটি। গতরাতে ঘরের মাঠে বায়ার লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা বাড়িয়ে রাখলো মরিনহোর দল। অন্যদিকে, ইউরোপা লীগে গত নয় বছরে পঞ্চম ফাইনালের হাতছানি সেভিয়ার সামনে। জুভেন্টাসের বিপক্ষে গতকাল ড্র নিয়ে ফিরেছে স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয় লেগে সেভিয়ার ঘরের মাঠে হবে এই ম্যাচের মীমাংসা।
স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে লেভারকুসেন লড়াই করলেও গোলের দেখা পায়নি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে এদোয়ার্দো বোভের একমাত্র গোলে জয় পেয়েছে রোমা। আগামী ১৯ শে মার্চ ইউরোপা লীগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। লেভারকুসেনের ঘরের মাঠ বে এরিনায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
ইউরোপা লীগের অন্য সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাস এবং সেভিয়া ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। জুভেন্টাসের ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে ২৬ মিনিটে এগিয়ে গিয়েছিল সেভিয়া। লুকাস ওকাম্পোসের বাড়ানো ক্রস থেকে সেভিয়াকে এগিয়ে দেন মরক্কোর ফরোয়ার্ড ইউসেফ এন-নাসেইরি। এই লীড নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের ৬ মিনিট পর্যন্ত ধরে রাখে সেভিয়া। রেফারির শেষ বাঁশি বাজানোর ঠিক আগের মুহূর্তে গোল করে সমতা ফিরে পায় জুভেন্টাস। পল পোগবার ক্রস থেকে জুভেন্টাসের হয়ে গোলটি করেন ফেডেরিকো গাত্তি।
আগামী ১৭ ই মে উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে দুই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান এবং ইন্টার মিলান। পরের দিন ম্যান সিটি দ্বিতীয় লেগে নামবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের পর ১৯ শে মে ইউরোপা লীগের দ্বিতীয় লেগ খেলতে নামবে জুভেন্টাস-সেভিয়া এবং লেভারকুসেন-রোমা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন