অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারত হারলেও একাধিক নজির গড়লেন ভারতীয় দলের তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে শতরান করার পাশাপাশি স্পর্শ করলেন রোহিত, কোহলি, শুবমনদেরও।
মঙ্গলবার ম্যাচ জিততে পারলেই সিরিজ জিতে নিত ভারত। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিং-এ সিরিজ জয়ের আশা জিইয়ে রাখলো অস্ট্রেলিয়া। ভারত হারলেও নজরকাড়া পারফর্ম্যান্স করেছেন ভারতের তরুণ ওপেনার রুতুরাজ। প্রথম ম্যাচে ভুল বোঝাবুঝিতে 'ডায়মন্ড ডাক' (কোনো বল না খেলেই আউট হয়ে যাওয়া) হন তিনি। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় টি-২০তে নিজের জাত চেনালেন রুতু।
গতকাল ৫৭ বলে অপরাজিত ১২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন রুতু। মেরেছেন ১৩টি ৪ এবং ৭টি ৬। ওপেনার হিসেবে টি-২০তে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুবমন গিল। টি-২০তে বিরাট কোহলি করেছিলেন অপরাজিত ১২২। গতকাল অপরাজিত ১২৩ রান করেন রুতুরাজ। এছাড়া আজ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো ভারতীয় ক্রিকেটার সেঞ্চুরি করতে পারেননি(টি-২০ ফর্ম্যাটে)। গতকাল সেটাই করে দেখালেন রুতু।
টি-২০ সিরিজে এখন ফলাফল ২-১। ভারত-অস্ট্রলিয়ার চতুর্থ ম্যাচ রয়েছে রায়পুরে এবং পঞ্চম ম্যাচ আছে বেঙ্গালুরুতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন